তীব্র সমালোচনার মুখে মাস্ক, কমেছে টেসলার বিক্রি, তিন বছরে সর্বনিম্ন পারফরম্যান্স

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে দায়িত্ব নেওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এর সরাসরি প্রভাব পড়েছে টেসলার গাড়ি বিক্রিতে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বিদ্যুচ্চালিত গাড়ি প্রস্তুতকারক এই কোম্পানিটি ২০২৫ সালের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী প্রায় ৩ লাখ ৩৭ হাজার ইভি সরবরাহ করেছে। বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ কম।
বিক্রি কমে যাওয়ার এই খবর প্রকাশের পর বুধবার লেনদেনের শুরুতেই টেসলার শেয়ারের দরে বড় ধরনের পতন দেখা গেছে।
টেসলা বর্তমানে চীনের ইভি গাড়ি নির্মাতা বিওয়াইডি’র সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনে মাস্কের বিতর্কিত ভূমিকাও টেসলার গাড়ি বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
টেসলা কর্তৃপক্ষ তাদের সবচেয়ে জনপ্রিয় গাড়ি মডেলের নতুন সংস্করণে রূপান্তর প্রক্রিয়াকে বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে অনেক বিশ্লেষক সরাসরি ইলন মাস্কের দিকেই আঙুল তুলেছেন।
টেসলার বিনিয়োগকারী ‘গার্বার কাওয়াসাকি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’-এর রস গার্বার এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে টেসলার গাড়ি বিক্রির এই পরিসংখ্যানকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছেন। একসময় মাস্কের প্রবল সমর্থক থাকলেও, সম্প্রতি এই মার্কিন ধনকুবের টেসলার সিইও পদ থেকে মাস্ককে সরিয়ে দেওয়ার জন্য বোর্ডের কাছে আহ্বান জানিয়েছেন। গার্বার আরও বলেছেন, “ব্রান্ডটি ভেঙে গিয়েছে। টেসলাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।”
স্পষ্টভাষী এবং বিতর্কিত রাজনৈতিক সম্পৃক্ততার কারণে মাস্ক বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও বয়কটের সম্মুখীন হয়েছেন। ডনাল্ড ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই উদ্যোগে ট্রাম্প মাস্ককে সরকারি ব্যয় কমানো এবং কর্মীবহর ছোট করে আনার দায়িত্ব দিয়েছেন।
বুধবার পলিটিকোর এক প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন মাস্ক। এই প্রতিবেদন প্রকাশের পরই টেসলার শেয়ারের দামে ইতিবাচক পরিবর্তন দেখা যায় বলে বিবিসি জানিয়েছে।
তবে হোয়াইট হাউস এই প্রতিবেদনকে ‘আবর্জনা’ বলে উড়িয়ে দিয়েছে। মাস্ককে ট্রাম্প প্রশাসনের একজন বিশেষ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। আইন অনুযায়ী, তিনি এ বছর ট্রাম্প প্রশাসনে কেবল ১৩০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। সেই হিসেবে এ বছরের জুনের কাছাকাছি সময়ে তার বিদায়ের সম্ভাবনা রয়েছে। গত বছরের নভেম্বরে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য মাস্ক ২৫ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছিলেন বলেও জানা যায়।
এর আগে, টেসলার একাধিক ডিলারের শোরুম ভাঙচুর করার ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের বাউচার রোডে টেসলার এক ডিলারের শোরুমে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ট্রাম্প ও মাস্ক উভয়েই এই হামলাগুলোকে ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছেন।