“অপরাধ করে পরিণতি এড়ানোর দিন শেষ”- টেসলা ভাঙচুরকারীদের ২০ বছরের কারাদণ্ড হতে পারে

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বৃহস্পতিবার ঘোষণা করেছেন, টেসলার একাধিক ডিলার শোরুমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তিন সন্দেহভাজনের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এই অভিযুক্তরা ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) কোম্পানি টেসলার সম্পত্তি, শোরুম এবং চার্জিং স্টেশনগুলোতে ক্ষতি সাধনের এই ঘটনাগুলোকে তিনি ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন।
বন্ডি বলেন, “অপরাধ করে পরিণতি এড়ানোর দিন শেষ। এটি একটি সতর্কতা—যদি কেউ টেসলার সম্পত্তির বিরুদ্ধে এই অভ্যন্তরীণ সন্ত্রাসবাদে যোগ দেয়, তাহলে মার্কিন বিচার বিভাগ তাকে কারাগারে পাঠাবে।” তিনি আরও জানান, দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের পাঁচ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
ভাঙচুরের ঘটনা ও রাজনৈতিক পটভূমি
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের পর থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিক্ষোভ ও ভাঙচুরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মাস্ক ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডজ)-এর নেতৃত্ব দিচ্ছেন, যা ফেডারেল সরকারের ব্যয় হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে টেসলার সম্পত্তি লক্ষ্যবস্তু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প ও মাস্ক উভয়েই এই হামলাগুলোকে ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছেন। যদিও যুক্তরাষ্ট্রে ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’-এর জন্য সুনির্দিষ্ট কোনও আইন নেই, তবে বিচার বিভাগ সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট উদ্দেশ্য প্রমাণিত হলে দীর্ঘ কারাদণ্ডের জন্য আবেদন করতে পারে।
অভিযুক্তদের বিবরণ
বিচার বিভাগের বিবৃতিতে অভিযুক্তদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে পূর্বে ঘোষিত গ্রেপ্তার ও অভিযোগের বিবরণের সঙ্গে মিলিয়ে তিনজনের পরিচয় প্রকাশ পেয়েছে:
১. লুসি নেলসন (৪২): কলোরাডোর লাভল্যান্ডে টেসলার একটি শোরুমে মোলোটভ ককটেল নিক্ষেপ ও গ্রাফিতি আঁকার অভিযোগে গ্রেপ্তার। ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, এই হামলায় শোরুমের ৫,০০০ থেকে ২০,০০০ ডলারের ক্ষতি হয়েছে। নেলসন নিজেকে নির্দোষ দাবি করেছেন।
২. অ্যাডাম ম্যাথিউ ল্যানস্কি (৪১): ওরিগনের সালেমে টেসলা শোরুমে মোলোটভ ককটেল নিক্ষেপের অভিযোগে ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগে গ্রেপ্তার। তিনি এখনও আইনি আবেদন জানাননি এবং আগামী এপ্রিলে প্রাথমিক শুনানিতে হাজির হবেন।
৩. ড্যানিয়েল ক্লার্ক পাউন্ডার (২৪): সাউথ ক্যারোলাইনার নর্থ চার্লসটনে টেসলা চার্জিং স্টেশনে মোলোটভ ককটেল নিক্ষেপ ও গাড়ি পার্কে স্প্রে পেইন্টিংয়ের অভিযোগে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার।
আইনি পদক্ষেপ ও প্রতিক্রিয়া
বন্ডির বিবৃতি অনুযায়ী, এই তিন অভিযুক্তই গুরুতর অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন, যার শাস্তি হতে পারে সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড। তিনি বলেন, “আমরা এই হামলাকারীদের ধরতে এবং তাদের পিছনে যারা সমন্বয় ও অর্থায়ন করছে তাদেরও শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাব।”
টেসলার সম্পত্তির বিরুদ্ধে এই হামলাগুলো যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইলন মাস্ক ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “টেসলা শুধু বৈদ্যুতিক গাড়ি তৈরি করে, আমরা কাউকে ক্ষতি করিনি। এই হিংসার জন্য আমরা কিছুই করিনি।” তিনি দাবি করেছেন, এই হামলার পিছনে ‘বামপন্থী সংগঠন’ ও ‘ধনী ব্যক্তিদের’ অর্থায়ন রয়েছে, যদিও এর পক্ষে কোনও প্রমাণ তিনি দেননি।
জনমত ও ভবিষ্যৎ
এই ঘটনা টেসলার জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। যেখানে কেউ কেউ মাস্কের সরকারি ভূমিকার সমালোচনা করছেন, সেখানে অনেকে এই হিংসার নিন্দাও জানিয়েছেন। আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মামলাগুলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর কী প্রভাব ফেলবে, সেদিকে নজর রাখছে বিশ্ব।