ভক্সওয়াগনের বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ

ভারতে জার্মান মোটরগাড়ি উৎপাদনকারী গোষ্ঠী ভক্সওয়াগনের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে। ভারতীয় কর্তৃপক্ষ ভক্সওয়াগন, অডি, স্কোডা, পোরশে এবং ল্যাম্বরগিনির মতো ব্র্যান্ডগুলোর মূল প্রতিষ্ঠান ভক্সওয়াগন গ্রুপের বিরুদ্ধে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার ৮৬৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ তুলেছে।

ভক্সওয়াগন গ্রুপের যে কোম্পানিগুলোর বিরুদ্ধে আমদানি শুল্কে কারসাজির অভিযোগ আনা হয়েছে তার মধ্যে ভারতের স্কোডা অটো ভক্সওয়াগন অন্যতম। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই কারসাজির সঙ্গে যুক্ত গাড়ির মডেলগুলো হলো অডির এ৪, এ৬ সেডান এবং কিউ ৫, কিউ ৭ এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল), স্কোডার অক্টাভিয়া ও সুপারব সেডান এবং কোডিয়াক এসইউভি এবং ভক্সওয়াগনের টিগুয়ান এসইউভি।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তদন্তের পর তারা দেখতে পেয়েছে যে, ভক্সওয়াগন ইচ্ছাকৃতভাবে এবং ‘জ্ঞাতসারে’ তাদের আমদানি এমনভাবে নথিবদ্ধ করেছে, যাতে তারা বেশি করের স্তর এড়াতে পারে। কিছু উপকরণকে কম করের ক্যাটাগরিতে ফেলে আমদানি করা হয়েছে বলে অভিযোগ। ভক্সওয়াগন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে তারা সব স্থানীয় আইন মেনে চলে এবং কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

ভারতে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। এই যন্ত্রাংশগুলোকে আলাদা আলাদা আকারে আমদানি করা হয় এবং ভারতে বিভিন্ন উৎপাদন প্ল্যান্টে এগুলো একত্রিত করে গাড়ি বানানো হয়।

অন্যদিকে, যদি কোনো গাড়ির কিছু যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করা হয় এবং তাতে কিছু উপাদান আমদানি করতে হয়, তাহলে সেই উপাদানের ওপর আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশের মধ্যে আরোপ করা হয়। যদি একটি সম্পূর্ণ গাড়ি সরাসরি বিদেশ থেকে আমদানি করা হয়, তাহলে এর ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। এই উচ্চ শুল্কের কারণে গত কয়েক দশকে ভারতে বিভিন্ন আন্তর্জাতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন প্ল্যান্ট স্থাপন হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, বিস্তারিত তদন্তে তারা দেখতে পেয়েছে, ভক্সওয়াগন ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন গাড়ির যন্ত্রাংশ আমদানি ইউনিটের ওপর ৩০-৩৫ শতাংশ শুল্ক এড়াতে যন্ত্রাংশগুলোকে ‘স্বতন্ত্র অংশ’ হিসেবে ঘোষণা করেছে। আর এই স্বতন্ত্র অংশের ওপর ৫-১৫ শতাংশ কম শুল্ক দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে ভক্সওয়াগন ৯৭ শতাংশ যন্ত্রাংশকে ‘স্বতন্ত্র উপাদান’ বলে আমদানি করেছে। যার ফলে প্রায় দেড় বিলিয়ন ডলারের কর ফাঁকি দেওয়া হয়েছে।