Maruti: বাজিমাত করলো মারুতি, সবথেকে বেশি বিক্রি হওয়া 10 গাড়ির মধ্যে 6টি তাদেরই সংস্থার

ভারতের যাত্রীবাহী গাড়ির বাজারে নভেম্বরেও দাপট দেখল মারুতি সুজুকি। উৎসব মরশুম চলে গেলেও গাড়ি বিক্রিতে লম্বা লাফ দেখা গিয়েছে। গত মাসে মোট 3,34,868টি গাড়ি বিক্রি হয়েছে যা বার্ষিক 4 শতাংশ বৃদ্ধি হলেও, মাসিক 14 শতাংশ কম।
সেরা দশটির গাড়ির মধ্যে 6টি রয়েছে মারুতি সুজুকির, 2টি রয়েছে টাটা মোটরসের এবং একটি করে গাড়ি রয়েছে মাহিন্দ্রা ও হুন্ডাইয়ের।
প্রথম তিনে মারুতি সুজুকি
মারুতি সুজুকি ওয়াগন আর, ডিজায়ার এবং সুইফট এই তালিকায় প্রথম তিনে জায়গা করে নিয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওয়াগন আর (16,567)। তারপর ডিজায়ার (15,965) এবং সুইফট (15,311)। তিন গাড়ির বিক্রিই গত বছরের তুলনায় বেড়েছে।
টাটা নেক্সন এসইউভিতে প্রথম
টাটা নেক্সন এসইউভি বিক্রির নিরিখে তালিকায় প্রথম স্থানে রয়েছে। গত মাসে 14,916টি টাটা নেক্সন বিক্রি হয়েছে। যদিও এই গাড়ির বিক্রি 2022 সালের নভেম্বরের তুলনায় 6 শতাংশ কম, টাটা পাঞ্চের বিক্রি বেড়েছে 19 শতাংশ।
মাহিন্দ্রা স্করপিওএন-এ সবচেয়ে বেশি বৃদ্ধি
এই তালিকায় সবথেকে বৃদ্ধি দেখা গিয়েছে মাহিন্দ্রা স্করপিওএন গাড়ির। 2022 সালের নভেম্বরে 6,455টি বিক্রি হয়েছিল এই চার চাকা। এ বছর চার চাকার 12,185টি ইউনিট বিক্রি হয়েছে, যা 89 শতাংশ বৃদ্ধি।
হুন্ডাই ক্রেটা দশম স্থানে
তালিকার দশম স্থানে রয়েছে হুন্ডাই ক্রেটা। বিক্রি হয়েছে 11,814।
নভেম্বরে গাড়ি বিক্রিতে মারুতি সুজুকির দাপট দেখা গেলেও, টাটা নেক্সন এসইউভিতে প্রথম স্থান দখল করে নিয়েছে। মাহিন্দ্রা স্করপিওএন-এ সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে।