টায়ারে বাতাসের চাপ নিয়ে সমস্যা, ফিরিয়ে দেওয়া হলো ৭ লাখ টেসলা

টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমে সতর্কতা বাতিতে সমস্যা থাকার কারণে প্রায় সাত লাখ বিদ্যুচ্চালিত বা ইভি গাড়ি ফিরিয়ে নিয়েছে টেসলা।

আমেরিকার এই গাড়ি নির্মাতা কোম্পানিটি বলেছে, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের সতর্কতা বাতি গাড়ি চালানোর সময় নাও জ্বলতে পারে ও কম টায়ারের চাপ সম্পর্কে চালককে সতর্ক করতেও ব্যর্থ হতে পারে। ফলে রাস্তায় গাড়ি চালানোর সময় বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি।

এজন্য মডেল ৩, মডেল ওয়াই ও সাইবারট্রাক গাড়িকে ফিরিয়ে নিয়েছে ইভি গাড়ি নির্মাতা টেসলা।

এ ত্রুটির বিষয়টি বিনামূল্যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করার কথা প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্বাই নিউজ।

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি এই ত্রুটিওয়ালা গাড়ির মালিকদের জানিয়ে চিঠি পাঠানোর কথা বলেছে ইলন মাস্কের প্রতিষ্ঠিত এই কোম্পানিটি।

বছরজুড়েই বেশ কয়েকবার বিভিন্ন মডেলের গাড়ি ফিরিয়ে নিয়েছে টেসলা। গাড়ির হুড বা বনেটে সমস্যার কারণে এ বছরের জুলাইয়ে ১৮ লাখ গাড়ি তুলে নেয় কোম্পানিটি।

ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২২ লাখ গাড়ি প্রত্যাহার করেছে টেসলা। সে সময়ের কারণ হচ্ছে, গাড়ির যন্ত্র প্যানেলের কিছু সতর্কতা বাতি আকারে খুব ছোট ছিল।

এই নিয়ে সাতবার টেসলার সাইবারট্রাক প্রত্যাহার করেছে কোম্পানিটি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy