বাজারে আসার মাত্র এক সপ্তাহের মধ্যেই সুজুকি আরটিগার নতুন মডেলটি বেশ সাড়া ফেলে দিয়েছিলো । মডেল টির সৌন্দর্য্য আর যান্ত্রিক বৈশিষ্ট্য অনেককেই মুগ্ধ করেছে।ভারতের জন্য তৈরী মডেলটিতে আশা করা হচ্ছে এর বেশিরভাগ বৈশিষ্ট্য উপলব্ধ হবে। গাড়িটি প্রায় আগের থেকে ৪৩৯৫ মিমি লম্বা ১৭৩৫ মিমি চওড়া।
সুজুকি ইন্দোনেশিয়া সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে গাড়িটির, যাতে এর দারুন সমস্ত বৈশিষ্ট্য দেখা গেছে। গাড়িটি তে প্রজেক্টর হেডল্যাম্প, বড়ো ক্রোম গ্রিল, গোলাকার ফগ ল্যাম্প ইত্যাদি থাকার ফলে অনেক উন্নত মানের দেখতে লাগবে। সব থেকে বেশি চোখে পড়ার মতো এই গাড়িটির পেছনের দিকটি যা এল ই ডি লাইট দিয়ে সুসজ্জিত। এর পেছনের দরজাটি নানারকম ভাস্কর্যে সজ্জিত এবং এতে ২ পয়েন্ট পার্কিং সেন্সরও আছে। এর সিটগুলিও ভাঁজ করা যায়।
গাড়ি টি তে কি লেস এন্ট্রি, ইউ এস বি চার্জিং পোর্ট, ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, ইপি এস এর মতো বৈশিষ্ট্য দেখা যাবে। ইন্দোনেশিয়ার সুজুকিআর্টিগার টির ১.৫ লিটার K15B DOCH VVT পেট্রল ইঞ্জিন আছে যেটা 104 bhp অবধি পাওয়ার দেবে।