বিএমডব্লিউ’র নতুন বাইক, টপ স্পিড ১৬০, বিস্তারিত জানতে পড়ুন

বিশ্ববাজারে নতুন বিলাসবহুল বাইক এনেছে বিএমডব্লিউ। শুক্রবার দুপুরে ভারতে লঞ্চ হলো বিএমডব্লিউ জি ৩১০ আরআর মডেলের বাইকটি। একই দিনে এ বাইক বিক্রি শুরু হয়েছে।

লঞ্চের আগেই এ বাইক সম্পর্কে প্রায় সব তথ্য ফাঁস হয়ে যায় বাইক প্রেমীদের কাছে। এছাড়া টুইটারে একটি ভিডিও প্রকাশ করে নতুন বভাইক লঞ্চের খবর নিশ্চিত করেছিল বিএমডব্লিউ।

বিএমডব্লিউ জি-৩১০ আরআর মডেলে থাকছে ৩১২.২ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। তবে এই ইঞ্জিনে পৃথক টিউনিং করতে পারে বিএমডব্লিউ। ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ছুটবে এই বাইক। এতে থাকছে ট্রাই কালার প্যাটার্ন। সেখানে কোম্পানির সিগনেচার লাল ও নীল রং দেখা গেছে। সঙ্গে রয়েছে সাদা রঙের সমন্বয়।

টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ থেকে এ মোটরসাইকেল অনুপ্রাণিত। সেই বাইকের সঙ্গে নতুন বিএমডব্লিউ বাইকের ডিজাইনে তেমন পার্থক্য চোখে পড়েনি। এ বাইকের ফ্রেমে লাল রঙে দেখা যাবে। এছাড়া থাকছে কালো রঙের অ্যালয় হুইল। এ বাইকে সাদা মনোশক দেখা গেছে। ডিজাইনের সঙ্গেই এ বাইকে একই ইঞ্জিন ব্যবহার করবে বিএমডব্লিউ। সঙ্গে থাকবে একই ট্রান্সমিশন। অ্যাপাচির মতো এ বাইকেও ভার্টিকাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে।

অ্যাপাচি আরআর ৩১০ ও বিএমডব্লিউ জি-৩১০ আরআর-এ সর্বোচ্চ গতি ও অ্যাকসিলারেশনে কোনো পার্থক্য থাকার সম্ভাবনা কম। মাত্র ৭.১৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এ বাইক। এ বাইকের সামনে ৩০০ এমএম ও পেছনে ২৪০ এমএম ডিস্ক ব্রেক থাকবে। সব মডেলেই থাকবে ডুয়াল চ্যানেল এবিএস।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy