লঞ্চ হবার পর থেকেই নিজের সেগমেন্টের অন্যান্য গাড়িগুলোকে কড়া টক্কর দিচ্ছে টাটা সাফারি Land Rover এর D8 Platform থেকে প্রাপ্ত OMEGA Architecture এ তৈরি । হঠাৎ করে দেখলে, আপনাদের এটা টাটা হ্যারিয়ার বলে মনে হতেই পারে, তবে সাফারি ৬/৭ সিটের অপশন বিশিষ্ট SUV আর হ্যারিয়ার 5 seater SUV।
নতুন সাফারির length 4,661 mm অন্যদিকে হ্যারিয়ারের length 4,598 mm । যেকোনো SUVএর জন্য টায়ার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফিচার।সাফারিতে 235/70 এর R16 টায়ার রয়েছে alloy wheel সহ। সাফারি ৫০ লিটার তেল ধারণ করতে সক্ষম। সাফারিতে ৭৩ লিটারের বুট স্পেস রয়েছে। সাইজ এবং ডিজাইনের জন্য গাড়িটির রোড প্রেসেন্স দারুন হবে এতে কোনো সন্দেহ নেই। এক্সটেরিওর ডিসাইন ছাড়াও আরেকটা গুর্রুত্বপূর্ণ পার্থক্য হলো সাইজ। ৫ সিট্ বিশিষ্ট harrier এর লেংথ যেখানে ৪৫৯8 MM সেখানে ৬–৭ সিট্ বিশিষ্ট সাফারির লেংথ ৪৬৬১ MM। সোজা কথা সাফারি হারিয়ার থেকে বড়ো।
সাফারিতে এডজাস্টেবল স্টিয়ারিং রয়েছে, রয়েছে বিশাল সানরুফ। বিশাল এই রুফের জন্য গাড়ির সৌন্দর্য যেনো অনেক বেড়ে গেছে। সানরূফের জন্য গাড়িতে অনেকগুলো useful control দেয়া হয়েছে। সাফারিতে দেয়া ক্যাপ্টেন সিটগুলো দারুন আরামদায়ক । টাটা সাফারির ৭টি ম্যানুয়েল এবং ৪টি অটোম্যাটিক ভ্যারিয়েন্ট রয়েছে এবং দাম শুরু হচ্ছে এক্স-শোরুম ১৪ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে। থাকছে ৬টি ভিন্ন ভিন্ন রংয়ের অপশান।