রাশিয়া থেকে ভারতের তেল আমদানির সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন যুদ্ধ উন্নয়নশীল দেশগুলোর ওপর কী পরিমাণ প্রভাব ফেলছে, তা বোঝা জরুরি।
আজ শুক্রবার স্লোভাকিয়ায় এক সম্মেলনে বক্তৃতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়া থেকে ইউরোপ যেখানে গ্যাস আমদানি চালু রেখেছে। শুধু ভারতের বেলায় কেন প্রশ্ন তোলা হচ্ছে।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রশ্ন রেখে বলেন, ‘দেখুন, আমি বিতর্ক করতে চাই না। ভারত যদি রাশিয়ার তেল আমদানির মাধ্যমে যুদ্ধে অর্থায়ন করে থাকে, তাহলে রাশিয়া থেকে ইউরোপের গ্যাস আমদানি কেন যুদ্ধে অর্থায়ন হিসেবে আখ্যায়িত হবে না?’
জয়শঙ্কর বলেন, ‘অর্থের বিনিময়ে ভারতে রাশিয়ার তেল এলে তা যুদ্ধে অর্থায়ন, আর ইউরোপে গ্যাস এলে তা যুদ্ধে অর্থায়ন নয়? একটু নিরপেক্ষতা তো বজায় রাখবেন। অন্যদেরও তো স্বাধীনতা থাকা উচিত।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত সবে কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগোচ্ছে। আমরা এখন মোটামুটি কোভিডমুক্ত। তবে কোভিড পুরোপুরি কখনোই হয়তো যাবে না।’