2023-এর মাধ্যমিক কবে থেকে শুরু? জেনেনিন সম্পূর্ণ রুটিন

আজ সকাল ৯ টায় সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ঘোষণা করেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল করেছে বাংলার ছাত্র-ছাত্রীরা। প্রথম দশে স্থান করে নিয়েছে অনেকেই। তাদের মধ্যে উল্লেখনীয় ৬৯৩ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম দ্বিতীয়, তৃতীয় স্থানে যুগ্মবভাবে স্থান লাভ করেছে ৬ জন।

আর এবার নিয়মমাফিক পরবর্তী মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করে দিলো মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারী ও শেষ হবে ৪ মার্চ।

দেখেনিন পর্ষদের প্রকাশ করা পরীক্ষার সম্পূর্ণ রুটিন –

২৩ ফেব্রুয়ারী-প্রথম ভাষা
২৪ ফেব্রুয়ারী -দ্বিতীয় ভাষা
২৫ ফেব্রুয়ারী -ভূগোল
২৭ ফেব্রুয়ারী -ইতিহাস
২৮ ফেব্রুয়ারী -জীবনবিজ্ঞান
২ মার্চ -অঙ্ক
৩ মার্চ -পধার্ত বিজ্ঞান
৪ মার্চ -ঐচ্ছিক বিষয়

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy