চাকরির খবর: ৩৬১২ টি সরকারি চাকরি, যোগ্যতা মাধ্যমিক পাশ, বেতন ৩২,৫০০
May 29, 2022

ভারতীয় রেলের ওয়েস্টার্ন ডিভিশনে পদে প্রাথী নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য আবেদন করতে পারবে সকল ভারতীয় নাগরিক তথা বাংলার সকল যুবক যুবতী।
পদের নাম: এপেন্ট্রিস পদে নিয়োগ করা হবে নতুন লোক
মোট শূন্যপদ: ৩৬১২ টি শূন্য পদে মহিলা ও পুরুষকে নিয়োগ করা হবে। SC /ST /OBC দেড় জন্য রয়েছে আসন সংরক্ষনের বিশেষ সুবিধা।
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর তুলতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২৭ জুন বিকেল ৫ টা পর্যন্ত।
বেতন: উক্ত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৩২,৫০০ থেকে ৭৫,১০০ টাকা।
আরও বিশদে জানতে লগইন করুন –
www.rrc-wr.com