নোট বন্দি করেও কমেনি ‘জাল নোট’ থেকে মুক্তি, বাজারে নকল নোট বৃদ্ধি নিয়ে তোপের মুখে মোদী সরকার

প্রধানমন্ত্রী মোদী দেশে ডিজিটাল লেনদেন বৃদ্ধি সহ দেশজুড়ে জালি নোটের কারবারে ধাক্কা দেওয়ার উদ্যেশে ক্ষমতায় আসার পর পরই ঘোষণা করেছিলেন নোট বন্দি। দেশজুড়ে দেখা গিয়েছিলো ATM এর সামনে লম্বা লাইন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে শুরু হয় বিতর্ক কেউ ছিলেন তার পক্ষে আবার কেউ ছিলেন বিপক্ষে। তবে দেশের ব্রেশিরভাগ জনতা ছিলেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পাশে কারণ সকলের মনে আশা ছিল কমবে আর্থিক দুর্নীতি সুফল পাবে দেশের মানুষ।

তবে সময় কেটে যাওয়ার পর বাস্তব ফলাফল একদম অন্য। নোটবন্দির ফলে অনেক ব্যবসা মার্ খেয়েছে বেড়েছে বেকারত্ব। শুরুতে কম থাকলেও ফের বাড়ছে জাল নোটের কারবার।

রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায় যে দেশে গত অর্থবর্ষে বেড়েছে জালনোটের পরিসংখ্যান। ২০২১-২২ সালে জাল নোট মিলেছে ২,৩০,৯৭১ কোটি টাকা । আর সেই তথ্য নিয়েই মোদী সরকারকে আক্রমণ করলো কংগ্রেস। কারণ কেন্দ্র সরকার নোট বাতিলের অন্যতম কারণ হিসেবে যত বাতিলের কথা কে তুলে ধরেছিলো। আর এবার সেই প্রসঙ্গ তুলেই বিরোধী দল তোপ দেখে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে নোট বন্দির ফলে যে দীর্ঘ লাইন দেখেছে দেশ, তা শুধু সাধারণ মানুষের ক্ষেত্রেই ‘ধ্বংস্বাত্বক’ প্রমাণিত হয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy