SPORTS: একাই ৬ গোল করলেন আর্জেন্টাইন এই তরুণ, এমন কীর্তিতে দ্বিতীয় তিনি

আর্জেন্টিনার তরুণ প্রতিভা জুলিয়ান আলভারেজ। রিভারপ্লেট ছেড়ে সপ্তাহ খানেক পরেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন তিনি। আর্জেন্টাইন ক্লাবটিকে ছেড়ে যাওয়ার আগে আলভারেজ গড়ে গেলেন অনন্য এক কীর্তি। বুধবার রাতে রিভারপ্লেটের হয়ে কোপা লিবার্তাদোরেস দে আমেরিকার ম্যাচে খেলতে নেমে একাই করলেন ছয়টি গোল।

ল্যাতিন আমেরিকার কন্টিনেন্টাল ক্লাব প্রতিযোগিতায় ‘এফ’ গ্রুপের ম্যাচে পেরুর ক্লাব আলিয়াঞ্জা লিমার বিপক্ষে এই ইতিহাস গড়েন আলভারেজ। ৮-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুই অর্ধে তিনটি করে গোল করেন আলভারেজ। তবে এমন কীর্তিতে দ্বিতীয় তিনি। এর আগে ১৯৮৫ সালে এই প্রতিযোগিতায় বলিভিয়ার ব্লুমিং ক্লাবের হয়ে এক ম্যাচে ছয়টি গোল করেছিলেন জুয়ান কার্লোস সানচেজ।

রিভারপ্লেটের ইতিহাসে অবশ্য আলভারেজ ছাড়া আর কারো এমন কীর্তি নেই। ম্যাচের ১৫, ১৮, ৪১, ৫৪, ৫৭ ও ৮৩তম মিনিটে গোলগুলো করেন ২২ বছর বয়সী এই তারকা। গত জানুয়ারির ট্রান্সফারে আলভারেজকে ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কদিন পরেই আলভারেজ যোগ দেবেন সিটির ক্যাম্পে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy