KGF2: বাজেট ১০০ কোটি, মুক্তির আগেই ‘কেজিএফ টু’র ব্যবসা ৩৪৫ কোটি

ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামীকাল (১৪ এপ্রিল)। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন ইয়াশ।

বাণিজ্য বিশ্লেষকদের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩৪৫ কোটি টাকাতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার মুক্তিপূর্ব ব্যবসা ১০০ কোটি টাকা, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি টাকা, তামিলনাড়ুতে ২৭ কোটি টাকা, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি টাকা এবং দেশের বাইরে প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ৩০ কোটি টাকাতে।

মুক্তিপূর্ব ব্যবসা

কর্ণাটক : ১০০ কোটি টাকা

অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানা : ৭৮ কোটি টাকা

তামিলনাড়ু : ২৭ কোটি টাকা

কেরালা : ১০ কোটি টাকা

হিন্দি : ১০০ কোটি টাকা

আন্তর্জাতিক : ৩০ কোটি টাকা

সর্বমোট : ৩৪৫ কোটি টাকা

এর আগে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, প্রথম ১২ ঘণ্টায় এ সিনেমার এক লাখ সাত হাজার অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। মুক্তির আগেই সিনেমাটির আগ্রিম টিকেট বিক্রি থেকে আয় আনুমানিক ১৫-১৭ কোটি টাকা। ১০০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি টাকা আয়ের জোর সম্ভাবনা রয়েছে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy