BigNews: কংগ্রেসে বড় ধাক্কা, দল বদল করতে চলেছেন হেভিওয়েট নেতা

সম্প্রতি রাজস্থানে শেষ হয়েছে কংগ্রেসের চিন্তন শিবির। সেই বিশেষ শিবিরের পর পরই সামনে এলো চমকে দেওয়া খবর। বড় ধাক্কা খাওয়ার পথে কংগ্রেস শিবির। সূত্রের খবর অনুযায়ী কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন বর্ষীয়ান নেতা কপিল সিব্বল।
সূত্রের খবর অনুযায়ী অখিলেশ যাদবের হাত ধরেই কপিল সিব্বল যোগ দিতে চলেছেন সাইকেল শিবিরে। তবে ঠিক কি কারণে কংগ্রেস ছাড়তে চলেছেন কপিল সিব্বল তা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের রাজনীতির দিকে তাকালে দেখা যাবে ২০০৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে, রাহুল গান্ধী যখন রাজ্যব্যাপী প্রচার পরিচালনা করেছিলেন, তখন তিনি আমেঠি, রায়বেরেলি অঞ্চলের দশটি আসনের দিকে মনোনিবেশ করেছিলেন, সেখানে আসন বরাদ্দ নিয়ে দলের কর্মীদের মধ্যে যথেষ্ট অন্তর্দ্বন্দ্ব প্রশমিত করার চেষ্টা করে দুই সপ্তাহ কাটিয়েছিলেন। ২৩ জানুয়ারী, ২০১৯-এ, প্রিয়াঙ্কা গান্ধী আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন, এবং উত্তরপ্রদেশের পূর্ব অংশের দায়িত্বে কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
প্রিয়াঙ্কা গান্ধী ১১ সেপ্টেম্বর ২০২০তে সমগ্র উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক ইনচার্জ নিযুক্ত হন। তিনি ২৩ অক্টোবর ২০২১-এ বারাবাঙ্কি থেকে কংগ্রেস পার্টির উত্তর প্রদেশ নির্বাচনী প্রচার শুরু করেছিলেন৷ কংগ্রেস পার্টি গান্ধীর নেতৃত্বে ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল কিন্তু লাভ হয়নি , সল ব্যাপকভাবে হেরেছিল। তারপরেও তাঁর দিকেই এগোচ্ছে কংগ্রেস।