পাকিস্তানে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খান ‘বড় চমক’ নিয়ে আসছেন। আর এই চমক হবে ‘সারপ্রাইজ প্লাস’। আগামী ২১ এপ্রিল লাহোরে দলের বিক্ষোভ সমাবেশে এই চমক প্রকাশ করবেন তিনি।
ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফারুখ হাবিব এ কথা জানিয়েছেন। খবর জিও নিউজের।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুখ হাবিব বলেন, ২১ এপ্রিল লাহোরের মিনার-ই-পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ করবে পিটিআই। সেই বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন ইমরান খান। সেখানেই ‘বড় চমক’ প্রকাশ করবেন তিনি।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ফারুখ হাবিব আরও বলেন, ইমরান খানের এই চমক হবে ‘সারপ্রাইজ প্লাস’। তিনি জানান, আজ বুধবার থেকে পিটিআই গণসংযোগ শুরু করল। পেশোয়ারে বড় সমাবেশের মাধ্যমে শুরু হলো এই গণসংযোগ। এরপর ১৬ এপ্রিল করাচিতে এবং ২১ এপ্রিল লাহোরে বিক্ষোভ সমাবেশ করবে পিটিআই।
এ ছাড়া নারী সম্মেলন, আইনজীবী সম্মেলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
পিটিআই নেতা ফারুখ হাবিব বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি সুস্পষ্ট বার্তা দিতে চাই আমরা। সেটা হলো আমদানি করা এই সরকারকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
ইমরান খানের দলের সদস্যরা গত সোমবার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন। ওই দিনই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী নির্বাচনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত ভোটাভুটিতে অংশ নেয়নি ইমরানের দল পিটিআই। ইমরান খান নতুন জাতীয় নির্বাচন দাবি করেছেন।