SPORTS: বসেই কাটালেন ড্রেসিং রুমে, এবারও আইপিএলে অভিষেক হলো না শচীন পুত্রের
May 24, 2022

আবারও হতাশ হলেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। আরও একটা আইপিএল মৌসুম শেষ হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু দলটির হয়ে খেলার সুযোগ পাননি অর্জুন। যার ফলে তার আইপিএল অভিষেকটিও হলো না।
পাঁচবারের বিজয়ী দলটি পয়েন্ট তালিকায় এবার সবার নিচে। তবে অনেক দিন আগেই তাদের যোগ্যতা অর্জনের সম্ভাবনা শেষ হয়ে গেলেও অর্জুনকে একটি ম্যাচেও খেলানো হল না।
এবারের আইপিএলের দলের ২৫ জন সদস্যের মধ্যে ২২ জনই কোনও না কোনও ম্যাচে খেলেছেন। সুযোগ পাননি তিনজন। তার মধ্যে রয়েছেন অর্জুন।
এর আগে ২০২১ সালে তাকে নিলামে ২০ লাখ টাকা দিয়ে কিনেছিল মুম্বাই। সেবারও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি অর্জুন। এবার তাকে আরও ১০ লাখ অতিরিক্ত দিয়ে কেনে মুম্বাই। কিন্তু অর্জুন এবারও সুযোগ পেলেন না।