SCHOOL: মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ দিলো সরকার, না মানলেই হবে শাস্তি

স্কুলে ছাত্রছাত্রীরা কোনও রকম মোবাইল ফোন বা স্মার্টফোন আনতে পারবে না। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, স্কুলের অন্দরে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকদের জন্য বেশ কিছু নিষেধ চালু করার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

শিক্ষকদের ক্ষেত্রে ক্লাসরুম ও ল্যাবরেটরির ভেতরে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। যদি কোনও ক্ষেত্রে ক্লাস বা ল্যাবরেটরির মধ্যে মোবাইল ফোনের ব্যবহার করতে হয়, তবে তার লিখিত অনুমতি নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রধান শিক্ষকের কাছ থেকে।

স্মার্টফোনের পাশাপাশি শ্রেণিকক্ষে ব্যবহার করা যাবে না কোনও রকম ব্লুটুথ ডিভাইস।

স্কুল ও পরীক্ষা কেন্দ্র থেকে মাঝে মাঝেই বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে শিক্ষা সমাজে অস্বস্তির সৃষ্টি করে। ভাইরাল ভিডিও নিয়ে দেখা যায় বিতর্ক। এবার সেই বিতর্ক প্রতিরোধে পর্ষদের এমন কড়া পদক্ষেপ গ্রহণ বলে মনে কড়া হচ্ছে। ছাত্র ছাত্রীদের যান্ত্রিকতার বদলে পাঠ্য পুস্তকে মনোনিবেশ করানোর জন্য এই উদ্যাগ নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকি বহাল মহল।