BigNews: ৪৬ টা জেলা হবে বাংলায়, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা
May 12, 2022

প্রশাসনিক কাজের সুবিধার্তে বাংলায় এর আগে একাধিক মহকুমাকে জেলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বামফ্রন্ট আমলে যেখানে গোটা রাজ্যে ১৮ টি জেলা ছিল তা এখন বেড়ে হয়েছে ২৭ টি। এরফলে মানুষের হয়েছে একাধিক সুবিধে।
সরকারি সুবিধা ও সুযোগ পেতে আর যেতে হচ্ছে না বহুদূর। অতীতে দেখা গেছে মহকুমার থেকে জেলার দূরত্ব প্রায় ১৫০ কিমি। আর সেই দুরুত্ব নিয়ে মানুষের মনে জমতো ক্ষোভ আর সেই ক্ষোভ রূপ নিয়েছিল আন্দোলনে। উদাহরণ স্বরূপ উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের কথা উল্লেখনীয়।
আর এবার মুখ্যমন্ত্রী আরও একবার বাংলায় জেলা বাড়ানোর আভাস দিলেন তিনি আজ জানিয়েছেন প্রতিবেশী রাজ্য বিহারে প্রচুর জেলা তাই আমাদেরকেও এভাবে জেলা ভাগ করে কাজ করতে হবে। ভবিষতে ৪৬ টি জেলা হতে পারে। আজ এই বড় ঘোষণা করে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা।