সোশ্যাল মিডিয়ার শুরু থেকেই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নিয়মিত। ব্লগ না লিখে রাতে ঘুমাতে যান না তিনি। এমনকি তাঁর জীবনের বিভিন্ন ব্যক্তিগত ঘটনাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অমিতাভ। কিন্তু এবার হঠাৎই রেখে গেলেন অমিতাভ।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত ফিল্ম ‘দশভি’। এই ফিল্মে অভিষেকের সঙ্গে অভিনয় করেছেন নিমরত কৌর (Nimrat Kaur) ও ইয়ামি গৌতম (Yami Gautam)। অমিতাভ ‘দশভি’-র ট্রেলার, পোস্টার সবকিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরেই নেটিজেনদের একাংশ অমিতাভকে কটাক্ষ করতে শুরু করেন।
তাঁরা বলেন, অমিতাভ কেন তাঁর ছেলের ছবির প্রচার করছেন! অমিতাভও চুপ করে থাকেননি। তিনি এই ধরনের কটাক্ষের জবাব দিয়ে টুইট করেছেন, তিনি তাঁর ইচ্ছামতো প্রচার করেন, মঙ্গলাচার করেন, শুভেচ্ছা জানান। তাতে কার কি বলার আছে! অমিতাভের অনুরাগীদের একাংশ তাঁকে সমর্থন করেছেন।
এর আগে দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh) পরিচালিত ফিল্ম ‘বব বিশ্বাস’-এ অভিষেকের অভিনয়ের প্রশংসা করে বিগ বি বলেছিলেন, অভিষেকের জন্য তাঁর গর্ব হয়।
T 4243 – जी हाँ हुज़ूर, मैं करता हूँ : बधाई, प्रचार, मंगलाचार !!!
क्या कर लोगे ~ ??— Amitabh Bachchan (@SrBachchan) April 6, 2022