রয়্যালটি পেমেন্টের নামে বিদেশে অর্থপাচার, শাওমির ৭২৫ মিলিয়ন ডলার জব্দ করলো ভারত

ভারতে চীনের শাওমি কর্পোরেশনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭২৫ মিলিয়ন ডলার জব্দ করা হয়েছে। রয়্যালটি পেমেন্টের নামে বিদেশি কয়েকটি ঠিকানায় অবৈধ রেমিট্যান্স পাঠানোর অভিযোগ তদন্ত করতে গিয়ে এই অর্থের সন্ধান পাওয়া যায়। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভারতের আর্থিক গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চীনা স্মার্টফোন প্রতিষ্ঠানটির ব্যবসার প্রক্রিয়া নিয়ে অনুসন্ধান করছিল। শাওমির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ভারতের ফরেন এক্সচেঞ্জ আইন লঙ্ঘন করেছে।

ভারতের আর্থিক গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে সম্পদ জব্দ করা হয়েছে। এই প্রতিষ্ঠান ৫৫ দশমিক ৫ বিলিয়ন রুপি সমমূল্যের আন্তর্জাতিক মুদ্রা কয়েকটি দেশের ঠিকানায় পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে শাওমি গ্রুপের ঠিকানাও। সব অর্থই পাঠানো হয়েছে রয়্যালটি হিসেবে। চীনের মূল প্রতিষ্ঠানের নির্দেশনায় বিশাল অংকের এই অর্থ দেশের বাইরে পাঠানো হয়েছে বলে দাবি করছে ভারতীয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে শাওমি এক বিবৃতিতে জানায়, তারা ভারতের আইন মেনেই সবকিছু করছে। রয়্যালটি পেমেন্ট এবং ব্যাংকে দেওয়া স্টেটমেন্ট বৈধ ও সঠিক বলে বলে বিশ্বাস করে চীনা এই প্রতিষ্ঠান। শাওমি বলছে, রয়্যালটি পেমেন্ট করা হয়েছে প্রযুক্তি সুবিধা এবং বিভিন্ন পণ্যের জন্য। ভুল বোঝাবুঝির অবসানে আমরা সরকারের সঙ্গে কাজ করছি।

এর আগে গত ডিসেম্বরে কর ফাঁকির অন্য একটি অভিযোগে শাওমির ভারতীয় অফিসে অভিযান চালায় দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা। তখন চীনা আরও কয়েকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এরপর শাওমি ইন্ডিয়ার সাবেক প্রধান মানু কুমার জেইনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এরইমধ্যে তদন্তকারী দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে একটি সূত্র।

২০২১ সালে ভারতের শীর্ষ স্মার্টফোন বিক্রেতার স্থান দখল করেছে শাওমি। ভারতের ২৪ শতাংশ বাজার তাদের দখলে। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তাদের দখলে আছে ভারতের ১৯ শতাংশ বাজার।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy