ঈদের দিন বিরিয়ানি খেতে গিয়ে ‘মদ্যপ’ অতিথি খেয়ে ফেললেন বহুমূল্যের রত্ন, থানায় অভিযোগ

ঈদের দিন সব বাড়িতেই সুস্বাদু সব খাবারের আয়োজন থাকে। ছোটবড় সকলেই উৎসবের এই দিনে পেটপুরে মজার মজার সেইসব খাবার খান। তবে ঈদে মজার খাবারের আবেশে বহুমূল্যের রত্ন খেয়ে ফেলেছেন তিনি।

ভারতের চেন্নাইয়ে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যে বন্ধুর বাসায় ঈদের দাওয়াত ছিল তার একটি গহনার দোকান আছে। বাড়িতে সেই দোকানের কয়েকটি মূল্যবান রত্ন এনে রেখেছিলেন তিনি।

ঈদের দিন নিমন্ত্রিত ওই যুবক বিরিয়ানির সঙ্গে রত্নও গিলে ফেলেন।

অতিথিরা চলে যাওয়ার পর বহুমূল্যের রত্নগুলো খুঁজে না পেয়ে পুলিশের শরণাপন্ন হন ওই ব্যক্তি।

পুলিশ তদন্ত শুরু করে আগত অতিথিদের জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক তাৎক্ষণিকভাবেই রত্নগুলো গিলে ফেলার কথা স্বীকার করেন। ওই সময় তিনি মদ্যপ ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

চিকিৎসকরা ওই যুবককে এনিমা দেওয়ার পরে রত্নগুলো উদ্ধার করতে সক্ষম হন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy