অবুঝমাড়ে উন্নয়নের জোয়ার! ৩৬১ কোটির উপহার নিয়ে দু’দিনের নারায়ণপুর সফরে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই

ছত্তিশগড়ের নারায়ণপুর জেলা এবং দুর্গম অবুঝমাড় অঞ্চলের মানুষের জন্য সুখবর! জেলার উন্নয়ন ও জনপরিষেবাকে নতুন মাত্রা দিতে দু’দিনের বিশেষ সফরে নারায়ণপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি তাঁর এই সফরে নারায়ণপুরবাসী পেতে চলেছেন ৩৬১ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সওগাত।
সফরসূচির মূল আকর্ষণসমূহ:
-
৩৬১ কোটির মেগা উপহার: এই দুই দিনে মুখ্যমন্ত্রী ৩৬১ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাস্তাঘাট থেকে শুরু করে ডিজিটাল পরিকাঠামো— অবুঝমাড়ের প্রতিটি কোণায় উন্নয়নের আলো পৌঁছে দেওয়াই লক্ষ্য।
-
বাসে চড়ে গ্রাম পরিদর্শন: মুখ্যমন্ত্রীর এই সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘মুখ্যমন্ত্রী বাস সেবা’। এই বিশেষ বাসে সওয়ার হয়েই তিনি কুরুষণার গ্রামে পৌঁছাবেন। সেখানে গিয়ে তিনি রেশন দোকান পরিদর্শন করবেন এবং স্কুলপড়ুয়া ও ‘মহতারি বন্দন’ প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
-
পদ্মশ্রী ও সমাজপতিদের সঙ্গে বিশেষ বৈঠক: ৩০ জানুয়ারি তিনি দেখা করবেন পদ্মশ্রী হেমচাঁদ মাঝি ও পণ্ডিরাম মণ্ডভীর মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তাঁদের পরামর্শ নেবেন মুখ্যমন্ত্রী।
-
নৈশভোজ জওয়ানদের সাথে: মাওবাদী অধ্যুষিত এলাকায় মোতায়েন আইটিবিপি (ITBP) জওয়ানদের মনোবল বাড়াতে তাঁদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন তিনি নারায়ণপুরেই রাত্রিযাপন করবেন।
শান্তির লক্ষ্যে ‘অবুঝমাড় পিস ম্যারাথন’ সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ জানুয়ারি সকাল ৬টায় মুখ্যমন্ত্রী যোগ দেবেন ‘অবুঝমাড় পিস ম্যারাথন’-এর জুবা কর্মসূচিতে। এরপর সাড়ে ৬টা নাগাদ তিনি বিশ্ববিখ্যাত এই ম্যারাথনটির ফ্ল্যাগ-অফ করবেন। এই ম্যারাথন কেবল দৌড় নয়, বরং এই অঞ্চলে শান্তি ও সংহতির প্রতীক হিসেবে পরিচিত।
কেন এই সফর গুরুত্বপূর্ণ? বিষ্ণু দেব সাইয়ের এই সফর কেবল প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক ও সামাজিকভাবেও তাৎপর্যপূর্ণ। অবুঝমাড়ের মতো অতি দুর্গম ও সংবেদনশীল এলাকায় খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতি সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং স্থানীয় মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে।