ফেব্রুয়ারিতে ব্যাঙ্কে ছুটির লম্বা তালিকা! টানা বন্ধ থাকতে পারে পরিষেবা, এখনই সেরে নিন জরুরি কাজ

জানুয়ারি মাসের একাধিক ছুটির রেশ কাটতে না কাটতেই এবার ফেব্রুয়ারিতেও ব্যাঙ্কে লম্বা ছুটির পূর্বাভাস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রকাশিত নতুন ক্যালেন্ডার অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন আঞ্চলিক উৎসব মিলিয়ে বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। ফলে বড় কোনো লেনদেন বা চেক জমা দেওয়ার পরিকল্পনা থাকলে, আগেভাগেই দিনক্ষণ দেখে নেওয়া জরুরি।

ফেব্রুয়ারি মাসের ছুটির দিনক্ষণ: ফেব্রুয়ারি মাসে শনি ও রবিবার ছাড়াও বেশ কিছু বিশেষ দিনে নির্দিষ্ট রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। উল্লেখযোগ্য ছুটির তালিকা নিচে দেওয়া হলো:

১ ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

১৪ ফেব্রুয়ারি: দ্বিতীয় শনিবার।

১৫ ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)। এর পাশাপাশি এদিন মহাশিবরাত্রি উপলক্ষে অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ ফেব্রুয়ারি: লোসার উৎসবের জন্য সিকিমে ব্যাঙ্ক ছুটি।

১৯ ফেব্রুয়ারি: ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ।

২০ ফেব্রুয়ারি: রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অরুণাচল প্রদেশ ও মিজোরামে ছুটি।

২২ ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

২৮ ফেব্রুয়ারি: চতুর্থ শনিবার।

ডিজিটাল পরিষেবায় ভরসা: ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। টাকা তোলা বা পাঠানোর জন্য এটিএম (ATM), নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ইউপিআই (UPI) পরিষেবা ২৪ ঘণ্টা সচল থাকবে। তবে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ড্রাফট তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য ছুটির তালিকা দেখে ব্রাঞ্চে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।