১ ফেব্রুয়ারির রূপরেখা তৈরি আজই! আর্থিক সমীক্ষায় কীসের ইঙ্গিত দেবেন অর্থমন্ত্রী?

আজ ২৯ জানুয়ারি, ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। প্রথা মেনে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার ঠিক দু’দিন আগে আজ দেশের ‘আর্থিক সমীক্ষা’ বা ইকোনমিক সার্ভে ২০২৫-২৬ পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১টায় লোকসভায় এই রিপোর্ট পেশ করবেন তিনি।
কেন এই রিপোর্ট এত গুরুত্বপূর্ণ? ইকোনমিক সার্ভে হলো গত এক বছরে দেশের অর্থনীতির একটি সামগ্রিক ‘রিপোর্ট কার্ড’। চিফ ইকোনমিক অ্যাডভাইসারের দপ্তর থেকে তৈরি করা এই রিপোর্টে দেশের আর্থিক প্রবৃদ্ধির হার, মুদ্রাস্ফীতি, কৃষিকাজ এবং শিল্পক্ষেত্রের অগ্রগতির বিশদ বিশ্লেষণ থাকে। সরাসরি কোনও কর পরিবর্তনের কথা এখানে বলা না থাকলেও, আগামী পরশু অর্থমন্ত্রী বাজেটে কোন কোন নীতিকে প্রাধান্য দেবেন, তার স্পষ্ট আভাস পাওয়া যায় এই সমীক্ষা থেকে। বিনিয়োগকারী এবং অর্থনীতিবিদদের নজর তাই আজ এই নথির ওপর।
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার সাংবাদিক সম্মেলন: সংসদে রিপোর্ট পেশ করার পর, দুপুর ২টা ৩০ মিনিটে নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করবেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। সেখানে তিনি দেশের জিডিপি (GDP) বৃদ্ধির পূর্বাভাস এবং অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলি নিয়ে সবিস্তারে আলোচনা করবেন।
কোথায় দেখবেন এবং কীভাবে ডাউনলোড করবেন? এই ইকোনমিক সার্ভের সরাসরি সম্প্রচার দেখা যাবে সংসদ টিভি এবং দূরদর্শনে। এ ছাড়া অফিসিয়াল ওয়েবসাইট indiabudget.gov.in এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সব আপডেট মিলবে। রিপোর্টটি পিডিএফ আকারে ডাউনলোড করতে ভিজিট করুন: indiabudget.gov.in/economicsurvey/।