৫০০ বছর পর বিরল ‘পঞ্চগ্রহী যোগ’! ফেব্রুয়ারিতে কি আপনার ভাগ্য বদলাবে? চমকে দেবে এই ৩ রাশি

জ্যোতিষশাস্ত্রে এক যুগান্তকারী ও বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস। দীর্ঘ ৫০০ বছর পর কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে ‘পঞ্চগ্রহী যোগ’। রাহু, বুধ, শুক্র, সূর্য এবং মঙ্গলের এই মহামিলন মহাজাগতিক শক্তিতে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে। জ্যোতিষীদের মতে, এই বিশেষ যোগের প্রভাবে নির্দিষ্ট ৩টি রাশির জাতকদের জীবনে সাফল্যের সব রাস্তা খুলে যাবে।
কিভাবে তৈরি হচ্ছে এই যোগ? বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু। ৩ ফেব্রুয়ারি সেখানে প্রবেশ করবে বুধ। এরপর ৬ ফেব্রুয়ারি শুক্র, ১৩ ফেব্রুয়ারি সূর্য এবং সবশেষে ২৩ ফেব্রুয়ারি মঙ্গল এই রাশিতে গোচর করবে। ২৩ ফেব্রুয়ারি থেকেই পূর্ণতা পাবে এই শক্তিশালী ‘পঞ্চগ্রহী যোগ’।
ভাগ্যবান ৩ রাশি:
মেষ: এই রাশির জাতকদের ক্যারিয়ারে রকেটের গতিতে উন্নতি আসবে। এতদিন ধরে ঝুলে থাকা কাজগুলো ম্যাজিকের মতো শেষ হবে। নতুন চাকরির সুযোগ এবং কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাওয়ার সময় এটি। বড়দের পরামর্শে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
সিংহ: আর্থিক কষ্টের দিন শেষ হতে চলেছে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ায় আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিনিয়োগ থেকে লাভ এবং পরিবারে সুখবরের জোয়ার আসবে।
কুম্ভ: যেহেতু এই রাশিতেই ৫টি গ্রহ মিলিত হচ্ছে, তাই সবচেয়ে বেশি লাভবান হবেন এই জাতকেরাই। ভাগ্যের দয়ায় প্রতিটি কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি সম্পন্ন করতে পারেন। সমাজে সম্মান ও পদোন্নতির যোগ প্রবল।
ফেব্রুয়ারি মাসের এই গ্রহ সঞ্চার অনেকের জীবনেই টার্নিং পয়েন্ট হতে চলেছে।