ভোটের আগে মাস্টারস্ট্রোক! ২৮ জানুয়ারি থেকেই আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য, তালিকায় আপনার নাম আছে তো?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যবাসীর জন্য এক বিশাল উপহার নিয়ে হাজির হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে আবাস যোজনা বা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া। আগামীকাল অর্থাৎ ২৮ জানুয়ারি থেকেই রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে শুরু করবে।

কারা পাবেন ৬০ হাজার টাকা? রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, এই দফায় মোট ২০ লক্ষ ৫ হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে প্রতিটি যোগ্য পরিবারকে বাড়ি বানানোর জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা দুটি কিস্তিতে ভাগ করে দেওয়া হয়। আগামীকাল উপভোক্তারা প্রথম কিস্তি বাবদ এককালীন ৬০ হাজার টাকা পাবেন।

কারা এই তালিকার বাইরে? টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ কিছু নিয়ম ও ভেরিফিকেশন প্রক্রিয়া অনুসরণ করছে:

পুরনো আবেদনকারী: এবারের টাকা মূলত তাঁরাই পাবেন যাঁরা আগে আবেদন করেছিলেন এবং যাঁদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে।

ভেরিফিকেশন: যাদের নাম এখনও মাঠপর্যায়ে ভেরিফিকেশন বা যাচাই হয়নি, তাঁদের টাকা পেতে বিলম্ব হতে পারে।

নতুন আবেদনকারী: সম্প্রতি ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁরা এই দফায় টাকা পাচ্ছেন না। তাঁদের আবেদন যাচাইয়ের পরেই পরবর্তী ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিক বিশেষজ্ঞরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সামাজিক প্রকল্পের পর আবাস যোজনার এই টাকা গ্রাম বাংলার মানুষের মনে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করছে শাসক দল।