ফেব্রুয়ারিতেই বিক্রি হচ্ছে RCB! আদানি-পূনাওয়ালাদের লড়াইয়ের মাঝে কি হাতবদল হচ্ছে কোহলির দলের?

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই মাঠের বাইরের লড়াই চরম উত্তেজনার সৃষ্টি করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর মালিকানাধীন সংস্থা ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (USL) দল বিক্রির প্রক্রিয়া দ্রুততর করেছে। আগামী ফেব্রুয়ারি মাসেই এই হাই-প্রোফাইল ডিলের জন্য ‘নন-বাইন্ডিং’ অফার চাওয়া হয়েছে। শুধু আরসিবি নয়, খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রাজস্থান রয়্যালস (RR)-এর মালিকরাও তাঁদের অংশীদারিত্ব কমানোর পরিকল্পনা করছেন।

দৌড়ে কারা এগিয়ে? আরসিবি কেনার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম হলো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পূনাওয়ালা। গত ২২শে জানুয়ারি তিনি এক্স-এ (টুইটার) একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নিজের আগ্রহ প্রকাশ করেছিলেন। এছাড়া মণিপাল গ্রুপের ডঃ রঞ্জন পাই এবং মার্কিন প্রাইভেট ইক্যুইটি জায়ান্ট KKR (সংস্থা)-এর মধ্যে জোটবদ্ধ হয়ে বিড করার বিষয়ে আলোচনা চলছে। সিঙ্গাপুরের বিনিয়োগকারী সংস্থা টেমাসেক-ও এই কনসোর্টিয়ামে যোগ দিতে পারে।

কত দাম উঠছে আরসিবির? বর্তমানে আরসিবির ১০০ শতাংশ মালিকানা বিক্রির জন্য প্রায় ২ বিলিয়ন ডলার (প্রায় ১৬,০০০ কোটি টাকার বেশি) ভ্যালুয়েশন দাবি করা হচ্ছে। যদিও সম্ভাব্য ক্রেতারা ১.৫ থেকে ১.৭ বিলিয়ন ডলারের মধ্যে দরদাম করছেন। আইপিএল ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবির ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া হয়েছে, যা এই বিশাল মূল্যের অন্যতম কারণ। ইতিমধ্যে ৫০টিরও বেশি নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (NDA) সই হয়েছে বলে খবর।

কেকেআর ও রাজস্থান রয়্যালসে বদল: শাহরুখ খানের কেকেআর-এ রেড চিলিস এন্টারটেইনমেন্টের ৫৫% অংশীদারিত্ব রয়েছে। খবর অনুযায়ী, নাইট রাইডার্স ম্যানেজমেন্টও কিছু অংশীদারিত্ব বিক্রির পথে হাঁটতে পারে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের প্রধান মালিক মনোজ বাদালের সংস্থা ‘ইমার্জিং মিডিয়া ভেঞ্চারস’ এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্সও তাঁদের শেয়ার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। আইপিএল এখন আর শুধু খেলা নয়, বিশ্ব অর্থনীতি ও বিনিয়োগের অন্যতম বড় কেন্দ্রে পরিণত হয়েছে।