বিশ্বকাপের রিহার্সাল: গম্ভীরের তুরুপের তাস কে? ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারত!

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণের আগে শেষ মুহূর্তের দল গুছিয়ে নিতে মরিয়া কোচ গৌতম গম্ভীর। আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ। তবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল একটি মাত্রই অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে। ৪ ফেব্রুয়ারি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।

বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত ভারত। এই সিরিজেই পরীক্ষানিরীক্ষা সেরে নিতে চাইছেন গম্ভীর। বিশেষ করে ওপেনিং কম্বিনেশন নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে ম্যানেজমেন্টের কপালে। অভিষেক শর্মা নিজের জায়গা পাকা করলেও, তাঁর সঙ্গী হিসেবে সঞ্জু স্যামসন নাকি ঈশান কিষান—কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। ৪ তারিখের প্রোটিয়া লড়াইয়েই সম্ভবত বিশ্বকাপের প্রথম একাদশের ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

মজার বিষয় হলো, মূল দল ছাড়াও ‘ইন্ডিয়া এ’ দলকেও প্রস্তুতির কাজে লাগাচ্ছে বিসিসিআই। ২ ফেব্রুয়ারি আমেরিকা এবং ৬ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ইন্ডিয়া এ। ৯ ফেব্রুয়ারি বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে এটাই ভারতের শেষ সুযোগ। এদিকে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তাদের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। পাকিস্তান ও নিউজিল্যান্ড একটি করে প্রস্তুতি ম্যাচ খেললেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া কোনো ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে না বলে জানিয়েছে।