মাঝআকাশে ভয়াবহ বিপর্যয়! কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন অজিত পওয়ার, শোকে স্তব্ধ রাজনৈতিক মহল!

মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এল অন্ধকারের কালো ছায়া। বারামতিতে এক ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। ডিজিডিএ (DGCA)-র পক্ষ থেকে এই চাঞ্চল্যকর খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অজিত পওয়ার ছাড়াও কপ্টারে থাকা দুই পাইলটসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

বুধবার সকাল থেকেই মহারাষ্ট্রের বারামতি সংলগ্ন এলাকায় ছিল ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা ছিল প্রায় শূন্যের কাছাকাছি। অজিত পওয়ার যে পাহাড়ি এলাকার দিকে যাচ্ছিলেন, সেখানে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল। সূত্রের খবর, দৃশ্যমানতা না থাকা সত্ত্বেও কেন কপ্টারটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পাহাড়ের গায়ে ধাক্কা লেগেই এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

এই ঘটনার খবর পেতেই গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে একটি বার্তায় তিনি লেখেন, “অজিত পওয়ারের এই অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক।” তবে শুধুমাত্র শোকপ্রকাশেই সীমাবদ্ধ থাকেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা জানার জন্য উচ্চপর্যায়ের এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। মৃতদেহগুলি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এটি কি নিছকই আবহাওয়া জনিত দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। অজিত পওয়ারের মতো হেভিওয়েট নেতার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।