দিল্লি দরবারে মমতা! ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের মুখোমুখি মুখ্যমন্ত্রী, বড় ধামাকার অপেক্ষায় বাংলা?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবথেকে জ্বলন্ত ইস্যু ‘SIR’ (Standard Information Retrieval) বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। এই ইস্যুতেই এবার সরাসরি সংঘাতের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ টানাপোড়েন এবং চিঠিপত্র চালাচালির পর অবশেষে বরফ গলেছে। আগামী ২ ফেব্রুয়ারি দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ওইদিন বিকেল ৪টের সময় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ তুঙ্গে। মুখ্যমন্ত্রী একা নন, সঙ্গে নিয়ে যাচ্ছেন ১৫ জনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এর আগে এই প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করে ৫টি কড়া চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার নিজেই ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিঙ্গুরের সভা থেকে বুধবার ফের একবার নির্বাচন কমিশনকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “SIR-এর নামে চক্রান্ত করে মানুষের নাম কাটা হচ্ছে। কেন মানুষের প্রতি আপনাদের বিশ্বাস নেই? ২ কোটি মানুষের নাম কেটে দিয়ে কমিশন ঠিক করবে কারা ভোটার আর কারা নয়? এটা গণতন্ত্র, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র নয়। তাই সাবধান করছি স্বৈরাচারীদের।” মুখ্যমন্ত্রীর দাবি, SIR প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানি করা হচ্ছে, এমনকি অসুস্থ বৃদ্ধদেরও লাইন দিতে বাধ্য করা হচ্ছে।
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। দুর্গাপুরের সভা থেকে তিনি পালটা হুঙ্কার দিয়ে বলেন, “এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে, মাত্র ৫৮ লক্ষ ভুয়া নাম বাদ গিয়েছে। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই। মৃত, অস্তিত্বহীন এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না।”
মাঠের রাজনীতির এই লড়াই এখন প্রশাসনিক স্তরে কোন দিকে মোড় নেয়, ২ ফেব্রুয়ারির বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।