সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু: কাঠগড়ায় রাঘববোয়ালরা! পুলিশের ওপর মারাত্মক চটেছেন বিচারক

নয়ডার সেক্টর-১৫০ এলাকায় বেসমেন্ট নির্মাণের জন্য খোঁড়া গর্তে ডুবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিল আদালত কক্ষ। মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (CJM) লোটাস গ্রিন বিল্ডার্সের দুই কর্মী রবি বনসল ও শচীন করণওয়ালের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ২৯ জানুয়ারি এবং এমজেড ভিজটাউন বিল্ডার্সের ডিরেক্টর অভয় কুমারের মেয়াদ ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। তবে এদিনের শুনানিতে পুলিশের অপেশাদারিত্ব নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে আদালত।
আদালতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন যে, পুলিশ প্রশাসনিক চাপে পড়ে আসল অপরাধী বা কোম্পানির বড় কর্তাদের বাদ দিয়ে কেবল বেতনভোগী কর্মীদের গ্রেফতার করেছে। লোটাস গ্রিন বিল্ডার্সের পক্ষ থেকে পেশ করা ৫০০ পাতার একটি প্রযুক্তিগত রিপোর্টে দাবি করা হয়েছে যে, ২০২১ সাল থেকে ওই এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যার কথা নয়ডা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবচেয়ে বড় চমক ছিল যখন তদন্তকারী কর্মকর্তা স্বীকার করেন যে, তিনি ওই বিশাল রিপোর্টটি পড়ার সময় পাননি। এতেই ক্ষিপ্ত হয়ে সিজেএম তদন্তকারীকে তীব্র ভর্ৎসনা করেন এবং একে ‘গুরুতর গাফিলতি’ বলে অভিহিত করেন। প্রশ্ন উঠছে, বড় বিল্ডারদের আড়াল করতেই কি তদন্তে এই ঢিলেমি?