“একঘেয়ে লাগছে সব”, অরিজিতের এই কথাতেই লুকিয়ে কি অবসরের রহস্য? খোলসা করলেন গায়ক নিজেই

মঙ্গলবার সন্ধে থেকেই নেটপাড়া উত্তাল। সোশ্যাল মিডিয়ায় যেন আবেগের সুনামি বয়ে গেল। আর সেটা এতটাই যে, পরিস্থিতি সামাল দিতে গায়ককে ফের একটি পোস্ট করতে হয়। তিনি অরিজিৎ সিংহ— যাঁকে বলা হয় ‘দ্য ম্যান উইথ নো হেটার্স’। সেই অরিজিৎ মঙ্গলবার ঘোষণা করলেন, তিনি আর নতুন করে কোনো সিনেমার গান গাইবেন না। হাতে থাকা কাজগুলো শেষ করবেন ঠিকই, কিন্তু নতুন প্রজেক্টে আর তাঁকে পাওয়া যাবে না। এই ঘোষণার পরেই কার্যত ভেঙে পড়েন লক্ষ লক্ষ অনুরাগী।

কেন এই কঠিন সিদ্ধান্ত? এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা পোস্ট থেকে জানা যায়, এই সিদ্ধান্তের পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ নেই। অরিজিৎ লিখেছেন, “আমি অনেকদিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহস করে বলতে পারলাম। একটি বড় কারণ হলো, খুব দ্রুত আমার একঘেয়েমি চলে আসে। যে কারণে আমি বারবার গানের কম্পোজিশন বা স্টেজ পারফরম্যান্সের স্টাইল পাল্টাতে থাকি। এই একঘেয়েমি থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।”

সহকর্মীদের চোখে ‘আধ্যাত্মিক’ অরিজিৎ: অরিজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদ। তিনি জানান, প্রীতম চক্রবর্তীর স্টুডিওতে যখন অরিজিতের সঙ্গে প্রথম দেখা হয়, তখন ‘তুম হি হো’ মুক্তি পায়নি। তখনই অরিজিৎ বলেছিলেন যে তিনি এই গ্ল্যামার ওয়ার্ল্ডের আধিপত্য থেকে দূরে সরে যেতে চান। চিন্ময়ীর কথায়, “এত জনপ্রিয়তা পাওয়ার পরও ওর মধ্যে কোনো বদল দেখিনি। ও শুধু একজন শিল্পী নয়, ও এমন একজন মানুষ যে আধ্যাত্মবাদের খুব কাছাকাছি থাকে। ওর সাথে কাজ করা মানে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া।”

বিশাল ভরদ্বাজের আগামী ছবি ‘ও রোমিও’ বা ‘বর্ডার ২’-এর গানের পর কি তবে চিরতরে স্তব্ধ হবে অরিজিতের প্লে-ব্যাক জার্নি? উত্তর পেতে মুখিয়ে গোটা বিশ্ব।