বঙ্গে শীতের খেল খতম? এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল কয়েক ডিগ্রি, জেনে নিন আলিপুরের আপডেট!

শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখন কার্যত ফিকে। মাঘের মাঝপথেই বোঝা যাচ্ছে, উত্তুরে হাওয়ার দাপট কমেছে আর বসন্তের আগমনী সুর নয়, বরং ভোরের কুয়াশা কাটলেই রোদের তেজে গরমের ছোঁয়া মিলছে। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে নতুন করে আর হাড়কাঁপানো ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডার যে স্পেল আমরা চলতি মাসে দেখেছিলাম, তা এখন স্মৃতির খাতায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া থাকবে শুষ্ক। তবে উদ্বেগের বিষয় হলো সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ। গত সোমবার থেকেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার পারদ ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ১৬.১ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৪ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের অনুমান, বুধবারের মধ্যে এই তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে এবং বৃহস্পতিবার নাগাদ ১৭-১৮ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। অর্থাৎ, রাতে ফ্যান চালানোর পরিস্থিতি তৈরি হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
কেন এই অকাল বিদায়? আচমকা শীত উধাও হওয়ার পেছনে রয়েছে একাধিক ভৌগোলিক কারণ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। পাশাপাশি আগামী ৩০ জানুয়ারি আরও একটি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দক্ষিণ পাঞ্জাবের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার অক্ষরেখা রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এই সবের জেরে উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়েছে এবং জলীয় বাষ্পের প্রবেশের ফলে তাপমাত্রা বাড়ছে।
উত্তরবঙ্গের হালহকিকত: দক্ষিণ যখন গরমে হাঁসফাঁস করার প্রস্তুতি নিচ্ছে, উত্তরবঙ্গে কিন্তু ছবিটা আলাদা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বড় খবর হলো দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে সাময়িকভাবে ঠান্ডার আমেজ বজায় থাকলেও দক্ষিণবঙ্গে শীতের ইনিংস কার্যত সমাপ্ত।