নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ! নজিরবিহীনভাবে ৩ আইএএস-এর বদলি বাতিলের নির্দেশ রাজ্যকে

ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ চলাকালীন তিন আইএএস (IAS) আধিকারিককে বদলি করার ঘটনায় নজিরবিহীন কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশন। রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কমিশনের অনুমতি ছাড়া এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনও আধিকারিককে সরানো যাবে না। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে অশ্বিনী কুমার যাদব, রণধীর কুমার এবং স্মিতা পান্ডের বদলির নির্দেশ অবিলম্বে বাতিলের নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশনের সচিব এস কে মিশ্র তাঁর চিঠিতে মনে করিয়ে দিয়েছেন যে, গত বছর ২৭ অক্টোবর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে এসআইআর চলাকালীন আধিকারিক বদলির ক্ষেত্রে কমিশনের অনুমতি বাধ্যতামূলক। স্মিতা পান্ডে বর্ধমান ও বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলার পর্যবেক্ষক ছিলেন, অন্যদিকে রণধীর কুমার উত্তর ২৪ পরগনা ও উত্তর কলকাতার দায়িত্ব সামলাচ্ছিলেন। অশ্বিনী কুমার যাদব ছিলেন দুই দিনাজপুরের দায়িত্বে। কমিশনের দাবি, রাজ্য সরকারের ১ ডিসেম্বর এবং ২০ ও ২১ জানুয়ারির বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি সরাসরি কমিশনের নির্দেশ লঙ্ঘন করেছে।

এই চিঠিতে রাজ্যকে চরম সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ২৮ জানুয়ারি অর্থাৎ আজ বুধবার বিকেল তিনটের মধ্যে এই নির্দেশ পালনের ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ বা সম্মতিপত্র কমিশনে জমা দিতে বলা হয়েছে। নির্বাচনী বিধি ও ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২৬-এর বিধানসভা ভোটের আগে এই প্রশাসনিক সংঘাত নতুন মাত্রা যোগ করল।