দিল্লিতে নিশ্বাস নিতেও ভয়! কনকনে ঠান্ডার মাঝে বিষাক্ত ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী

বুধবার সকালে এক অদ্ভুত আবহাওয়ার সাক্ষী থাকল দেশের রাজধানী দিল্লি। কনকনে ঠান্ডার বদলে এক গুমোট গরম আর বিষাক্ত ধোঁয়াশায় ঢাকা পড়েছে গোটা শহর। দিল্লির আকাশ আজ পরিষ্কার ছিল না; বদলে ভোরের আলো ফোটার আগেই চারপাশ ঢেকে গিয়েছিল ঘন ধোঁয়াশায়। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি বেশি।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় দিল্লির বায়ু গুণমান সূচক (AQI) ছিল ২৬৬। পরিবেশবিদদের মতে, এই সূচক ‘খারাপ’ (Poor) পর্যায়ের অন্তর্ভুক্ত। বাতাসের এই মান শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য খোলা জায়গায় দীর্ঘক্ষণ শরীরচর্চা বা প্রাতঃভ্রমণ করা এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

পালম থেকে লোধি রোড, সর্বত্রই তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমুখী। পালমে তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি এবং লোধি রোডে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়া এবং সেই সঙ্গে ঘন ধোঁয়াশার উপস্থিতিকে কপালে ভাঁজ ফেলেছে পরিবেশবিদদের।

দূষণ মাপকাঠিতে ০ থেকে ৫০ ‘ভালো’, কিন্তু ২০০ পেরিয়ে গেলেই তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। রাজধানীর এই পরিস্থিতি সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার এবং সতর্ক থাকার কথা মনে করিয়ে দিচ্ছে। একদিকে ঘন কুয়াশার দাপট আর অন্যদিকে দূষণের দহন—এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট দিল্লি।