মাঝ আকাশে বিপত্তি! বারামতিতে বিমান ভেঙে মৃত্যু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের, তোলপাড় মহারাষ্ট্র।

বুধবার সকালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। নিজের নির্বাচনী কেন্দ্র বারামতিতে অবতরণের সময় তাঁর ব্যক্তিগত জেটটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী, বিমানে থাকা অজিত পাওয়ারসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার প্রেক্ষাপট: আজ সকালে মুম্বই থেকে একটি ছোট প্রাইভেট জেটে বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এনসিপি (অজিত গোষ্ঠী) নেতা। বারামতি বিমানবন্দরে ল্যান্ডিং করার ঠিক আগের মুহূর্তে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পাইলট নিয়ন্ত্রণ হারানোর ফলে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের একটি কৃষি জমিতে আছড়ে পড়ে।

উদ্ধারকাজ ও প্রশাসনের তৎপরতা: ঘটনার পর মুহূর্তেই স্থানীয় মানুষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিমানের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতদের তালিকায় অজিত পাওয়ারের ব্যক্তিগত দেহরক্ষী ও কয়েকজন সহায়কও রয়েছেন। মহারাষ্ট্র পুলিশ ও ডিজিসিএ ইতিমধ্যেই এই হাই-প্রোফাইল দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। রাজ্যের প্রভাবশালী এই নেতার প্রয়াণে গোটা মহারাষ্ট্রে শোকের বাতাবরণ তৈরি হয়েছে।