ধ্বংসের মুখে ভূস্বর্গ! সোনমার্গে তুষারের ধাক্কায় গুঁড়িয়ে গেল ঘরবাড়ি, পর্যটকদের জন্য জারি কড়া সতর্কতা

ভূস্বর্গ কাশ্মীর এখন প্রকৃতির রুদ্রমূর্তির সাক্ষী। মঙ্গলবার (২৭শে জানুয়ারি ২০২৬) গভীর রাতে এক ভয়াবহ তুষারধসে লণ্ডভণ্ড হয়ে গেল জম্মু-কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র সোনমার্গ। রাত তখন প্রায় সোয়া ১০টা, উপত্যকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই পাহাড়ের ওপর থেকে রাক্ষুসে গতিতে নেমে আসে এক বিশাল বরফের দেওয়াল। সেই তীব্র অভিঘাতে নিমেষের মধ্যে ধুলোয় মিশে যায় একটি আস্ত বিলাসবহুল রিসর্ট। ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
তছনছ জনপদ, অলৌকিক রক্ষা: প্রশাসন সূত্রে খবর, মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় রাত ১০:১২ মিনিট নাগাদ এই বিপর্যয় ঘটে। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে বরফের স্তূপ একের পর এক ঘরবাড়ি ও রিসর্টকে গুঁড়িয়ে দিচ্ছে। তবে স্বস্তির খবর এই যে, প্রশাসনের আগাম সতর্কবার্তার কারণে ওই রিসর্ট ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলি আগে থেকেই খালি করে দেওয়া হয়েছিল। ফলে এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি।
বিপর্যস্ত কাশ্মীর, বন্ধ জনজীবন: সোমবার রাত থেকে চলা লাগাতার তুষারপাতে উপত্যকার জনজীবন কার্যত স্থবির। প্রায় ২,৭০০ মিটার উচ্চতায় অবস্থিত সোনমার্গে পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক। তুষারপাতের জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (NH-44) বন্ধ করে দেওয়া হয়েছে। কাজিগুণ্ডের নবযুগ টানেল এবং বানিহাল সেক্টরে শয়ে শয়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়েছে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহও।
বাতিল বিমান, ১১ জেলায় সতর্কতা: খারাপ আবহাওয়ার কোপে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৮টি উড়ান বাতিল করা হয়েছে। রানওয়ে পুরু বরফে ঢেকে যাওয়ায় কয়েকশ পর্যটক বিমানবন্দরেই আটকে পড়েছেন। পরিস্থিতি বিবেচনা করে JKUTDMA কাশ্মীরের ১১টি জেলায় তুষারধসের সতর্কতা জারি করেছে। বিশেষ করে গান্দেরবাল জেলায় ২,০০০ মিটারের বেশি উচ্চতায় ‘হাই ডেঞ্জার’ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অনন্তনাগ, বারামুলা, কুপওয়ারা ও পুঞ্চের মতো জেলাগুলিতেও জারি রয়েছে মাঝারি সতর্কতা। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উঁচু পাহাড়ি এলাকা এড়িয়ে চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।