মহারাষ্ট্রে ভয়াবহ বিমান বিপর্যয়: রানওয়ে থেকে ছিটকে মৃত্যু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের!

বুধবার সকালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। নিজের গড় বারামতিতে নামার সময় তাঁর ব্যক্তিগত বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের খেতে আছড়ে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা অজিত পাওয়ারসহ মোট ৬ জন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে।

দুর্ঘটনার বিবরণ: সূত্রের খবর অনুযায়ী, আজ সকালে মুম্বই থেকে একটি ছোট প্রাইভেট জেটে বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন উপমুখ্যমন্ত্রী। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর অবতরণের ঠিক আগের মুহূর্তে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলট নিয়ন্ত্রণ হারানোর ফলে বিমানটি রানওয়েতে স্থিতিশীলভাবে না নেমে তীব্র গতিতে পাশের একটি কৃষি জমিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই বিমানে আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

উদ্ধারকাজ ও হতাহত: দুর্ঘটনার সময় বিমানে অজিত পাওয়ার ছাড়াও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী এবং কয়েকজন সহকারী ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা ৫ জন সহকারীরও মৃত্যু হয়েছে। দ্রুত উদ্ধারকারী দল এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বারামতিসহ গোটা মহারাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।