“বিশ্বকাপ বয়কট করলে ধ্বংস হবে পাকিস্তান ক্রিকেট!”-চরম হুঁশিয়ারি হাফিজ-ইনজামামদের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কি পাকিস্তান ছাড়াই অনুষ্ঠিত হবে? এই প্রশ্নই এখন বিশ্ব ক্রিকেটে সবথেকে বড় আলোচনার বিষয়। বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসি-র সঙ্গে সংঘাতের পথে হাঁটা পিসিবি-কে (PCB) এবার ঘরোয়া চাপের মুখে পড়তে হচ্ছে। প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজ, ইনজামাম-উল-হক এবং বোর্ডের একাধিক প্রাক্তন কর্তা সাফ জানিয়েছেন, আইসিসি-র সঙ্গে সম্পর্ক খারাপ করা মানে নিজেদের পায়ে কুড়ুল মারা।

বিপাকে মহসিন নকভি ও পিসিবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবিকে সমর্থন জানিয়ে পাকিস্তান বিশ্বকাপে দল পাঠাবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে জরুরি বৈঠকও করেছেন। আগামী শুক্র বা সোমবারের মধ্যেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু তার আগেই বোর্ডের ওপর চাপ সৃষ্টি করছেন প্রাক্তন ক্রিকেটাররা।

কেন সরব হলেন হাফিজ-ইনজামামরা? সাবেক পাক অধিনায়ক ইনজামাম-উল-হক মনে করেন, “ব্যক্তিগতভাবে আমি পাকিস্তানকে বিশ্বকাপে দেখতে চাই। আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তাঁদের সুযোগ কেড়ে নেওয়া ঠিক হবে না।” অন্যদিকে মহম্মদ হাফিজ তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে সরাসরি জানিয়েছেন, পাকিস্তানের অবশ্যই এই টুর্নামেন্টে খেলা উচিত।

কূটনৈতিক সংকটের আশঙ্কা: পিসিবির প্রাক্তন সচিব আরিফ আলি আব্বাসি সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে শ্রীলঙ্কা বা ভারতের মতো দেশগুলোর সঙ্গেও সম্পর্কের অবনতি হবে। কারণ, বাংলাদেশের অবস্থানকে পাকিস্তান ছাড়া অন্য কোনও বোর্ড এখনও সমর্থন জানায়নি। এমতাবস্থায় পাকিস্তান একা হয়ে পড়লে আইসিসি-র বড়সড় নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে।

সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া: খালিদ মাহমুদের মতো প্রাক্তন কর্তারা বলছেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো প্রশংসনীয়, কিন্তু নিজের দলের ক্ষতি করে তা করা বুদ্ধিমানের কাজ হবে না। এখন দেখার, আবেগ সরিয়ে রেখে শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমানে সালমান আঘারা ওঠেন কি না।