মহারাষ্ট্রে হাহাকার! বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

বুধবার সকালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার (৬৬)। আজ সকাল ৮:৪৫ মিনিট নাগাদ বারামতিতে অবতরণের সময় তাঁর ব্যক্তিগত বিমানটি ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। বিমানে থাকা অজিত পাওয়ার সহ মোট ৫ জন আরোহীর সকলেই এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন বলে খবর।
কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? সূত্রের খবর, এদিন সকালে মুম্বই থেকে একটি বিশেষ বিমানে চেপে নিজের নির্বাচনী কেন্দ্র বারামতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অজিত পাওয়ার। জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্য সেখানে তাঁর চারটি জনসভা করার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর ঠিক আগেই দৃশ্যমানতা কম থাকার কারণে যান্ত্রিক বিভ্রাটের জেরে বিমানটি মুখ থুবড়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিমানে। ঘটনাস্থলে উপস্থিত তাঁর অনুগামী ও নিরাপত্তা কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগালেও কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। অজিত পাওয়ারের সঙ্গে বিমানে ছিলেন তাঁর একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মী (PSO), একজন সহকারী এবং দুই জন পাইলট।
মহারাষ্ট্রের রাজনীতির এক যুগের অবসান কাকা শরদ পাওয়ারের হাত ধরে আশির দশকে রাজনীতিতে পা রাখা অজিত পাওয়ার সমর্থকদের কাছে ‘দাদা’ নামেই সমধিক পরিচিত ছিলেন। গত চার দশক ধরে মহারাষ্ট্রের ক্ষমতার অলিন্দে তাঁর ছিল অবাধ বিচরণ। ১৯৯১ সালে বারামতি লোকসভা থেকে জিতে সংসদীয় রাজনীতি শুরু করলেও কাকার জন্য আসন ছেড়ে দিয়ে বিধায়ক হিসেবে রাজ্যের রাজনীতিতে মন দেন তিনি। টানা সাতবার বারামতি বিধানসভার বিধায়ক এবং আটবার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণ মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা সংস্থা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।