‘দিদিই পারবেন বিজেপিকে রুখতে’, নবান্নে মমতার পাশে অখিলেশ! ভোটচুরির প্রশ্নে কেন উত্তপ্ত হল বৈঠক?

দেশের বিজেপি বিরোধী রাজনীতির দুই প্রধান স্তম্ভ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব আবারও এক ফ্রেমে। সোমবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারলেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদব। ২০২৬-এর এই গুরুত্বপূর্ণ সময়ে দুই নেতার সাক্ষাৎ জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অকুতোভয় লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন অখিলেশ। ইডি (ED) হানা এবং কেন্দ্রীয় সংস্থার অতি-সক্রিয়তা নিয়ে মমতার ভূমিকার সমর্থন জানিয়ে তিনি বলেন, “দিদিই একমাত্র নেত্রী যিনি বুক চিতিয়ে বিজেপিকে পরাস্ত করার ক্ষমতা রাখেন।” তবে রাজনৈতিক স্তুতি চললেও পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে যখন এক সাংবাদিক ‘ভোটচুরি’ সংক্রান্ত বিতর্কিত প্রসঙ্গটি উত্থাপন করেন।

ভোটচুরির অভিযোগ তুলতেই একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন ধেয়ে আসে অখিলেশ যাদবের দিকে। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও অভিজ্ঞ রাজনীতিকের মতো পরিস্থিতি সামাল দেন মুলায়ম-পুত্র। তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে জানান, পরাজয় নিশ্চিত বুঝলে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো বা ভোট নিয়ে কুৎসা ছড়ানো গেরুয়া শিবিরের পুরনো অভ্যাস। ইডি-সিবিআই নিয়ে তৃণমূলের লড়াইকে সমর্থন জানিয়ে তিনি স্পষ্ট করে দেন যে, বিরোধীদের ঐক্য এখন সময়ের দাবি। নবান্নের এই বৈঠক থেকে অখিলেশ-মমতার রসায়ন বুঝিয়ে দিল যে, আগামী দিনে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এই জুটি বড় ভূমিকা নিতে চলেছে।