ফের অনস্ক্রিন রোম্যান্সে অক্ষয়-করিশ্মা! মঞ্চে দাঁড়িয়েই প্রকাশ্যেই কেঁদে ফেললেন খিলাড়ি কুমার?

নব্বইয়ের দশকের সেই সোনালি দিনগুলো যেন নিমেষেই ফিরে এল মুম্বইয়ের এক জমকালো অনুষ্ঠানে। দীর্ঘ সময় পর একই মঞ্চে ধরা দিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এবং করিশ্মা কাপুর। তাঁদের রসায়ন আজও যে কতটা অমলিন, তা প্রমাণ করল ‘দিদার’ ছবির একটি আইকনিক মুহূর্তের রিক্রিয়েশন। যা সোশ্যাল মিডিয়ায় আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
১৯৯২ সালে ‘দিদার’ ছবির মাধ্যমেই বলিউডে নিজের ইনিংস শুরু করেছিলেন অক্ষয় কুমার। আর সেই যাত্রায় তাঁর প্রথম নায়িকা ছিলেন করিশ্মা। এদিন মঞ্চে করিশ্মাকে পাশে পেয়ে স্মৃতির সরণিতে হাঁটলেন অভিনেতা। আবেগপ্রবণ গলায় অক্ষয় জানান, কেরিয়ারের শুরুর দিনগুলোতে তিনি ভীষণ নার্ভাস ছিলেন। ইন্ডাস্ট্রিতে তখন তিনি একদমই নবাগত। সেই কঠিন সময়ে করিশ্মাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং অক্ষয়ের মনের ভয় দূর করতে সাহায্য করেছিলেন।
মঞ্চে দাঁড়িয়ে অক্ষয় বলেন, “করিশ্মাই আমার প্রথম হিরোইন। ওর সহযোগিতা না থাকলে হয়তো সেই দিনগুলো পার করা আমার জন্য কঠিন হতো।” এই কথা বলতে গিয়ে অভিনেতার চোখেমুখে ফুটে ওঠে গভীর কৃতজ্ঞতা। স্মৃতিচারণের মাঝেই দুজনে মিলে তাঁদের অভিনীত ছবির একটি জনপ্রিয় রোম্যান্টিক দৃশ্য নতুন করে অভিনয় করে দেখান। দর্শকদের করতালিতে ফেটে পড়ে গোটা প্রেক্ষাগৃহ।
পাল্টা আবেগপ্রবণ হতে দেখা গেল করিশ্মা কাপুরকেও। তিনি জানান, অক্ষয়ের সঙ্গে কাজ করা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। উল্লেখ্য, ১৯৯২ সালের ‘দিদার’ ছবিটি ছিল ১৯৮৯ সালের জনপ্রিয় বাংলা ছবি ‘আমানত’-এর রিমেক। কয়েক দশক পেরিয়েও এই জুটির জনপ্রিয়তা যে এক চুলও কমেনি, ডেইলিয়ান্টের ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সই তার প্রমাণ। নেটিজেনরা বলছেন, “পুরনো চাল ভাতে বাড়ে, এই জুটিকে আবারও বড় পর্দায় চাই।”