অফিসের চায়ের খরচ বাঁচালেই হাতে আসবে ৩ লক্ষ টাকা! জমানোর এই সহজ ফন্দি জানেন কি?

দৈনন্দিন জীবনের ছোটখাটো খরচ কীভাবে আমাদের অজান্তেই বড় অংকের সঞ্চয় থেকে দূরে সরিয়ে রাখে, তা ভাবলে অবাক হতে হয়। আমরা অনেকেই কাজের ফাঁকে বারবার চা বা সিগারেট খেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিনের এই সামান্য চায়ের খরচ বাঁচিয়ে আগামী ১০ বছরে আপনি ৩ লক্ষ টাকার বেশি মালিক হতে পারেন? আর যদি নেশাটা সিগারেটের হয়, তবে সেই অংকটা পৌঁছাতে পারে ৬ লক্ষ টাকার ঘরে!
চায়ের কাপে সঞ্চয়ের হিসাব: ধরে নিন, আপনি মাসে ২৫ দিন অফিসে যান। দিনে গড়ে ৪ বার চা খেলে (প্রতি কাপ ১০ টাকা হিসেবে) আপনার দৈনিক খরচ ৪০ টাকা। অর্থাৎ মাসে আপনার খরচ ১,০০০ টাকা। এবার এই টাকাটা খরচ না করে যদি প্রতি মাসে ১,০০০ টাকা কোনো ভালো ‘স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড’-এ (Small Cap Mutual Fund) এসআইপি (SIP) করেন, তবে মিউচুয়াল ফান্ডের ১৮% ঐতিহাসিক রিটার্ন অনুযায়ী ১০ বছর পর আপনার মূলধন ও সুদ মিলিয়ে হাতে আসবে প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা।
সিগারেট ছাড়লে দ্বিগুণ লাভ: এবার হিসাব করা যাক সিগারেটের। একটি সিগারেটের গড় দাম ৮ টাকা। দিনে ৫টি সিগারেট খেলে মাসে খরচ ১,০০০ টাকা। চায়ের সাথে সিগারেট ছাড়তে পারলে আপনার মাসিক সঞ্চয় হবে ২,০০০ টাকা। এই টাকা বিনিয়োগ করলে ১০ বছর শেষে আপনার হাতে থাকবে ৬ লক্ষ ২০ হাজার টাকারও বেশি। অর্থাৎ সামান্য অভ্যেস বদলালেই আপনার অবসরের আগেই তৈরি হতে পারে একটি মোটা অংকের ফান্ড।