বাসন মাজতে আমার এত ভালো লাগে যে…’! মিমির মুখে একি কথা? অবাক টলিউড

টলিউডের প্রথম সারির অভিনেত্রী, স্টাইল আইকন এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। বড় পর্দায় তাঁর গ্ল্যামার আর আভিজাত্যে মুগ্ধ কোটি কোটি অনুরাগী। কিন্তু সেই রুপোলি পর্দার চাকচিক্য দূরে সরিয়ে রাখলে মিমি আদতে কতটা সাধারণ ‘পাশের বাড়ির মেয়ে’, তা তিনি আরও একবার প্রমাণ করলেন। সম্প্রতি নিজের এক অদ্ভুত শখের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, শ্যুটিংয়ের ব্যস্ততা না থাকলে তিনি নিজেই ঘরের কাজ করতে পছন্দ করেন, যার মধ্যে ‘বাসন মাজা’ তাঁর অন্যতম প্রিয় কাজ!

ঘরকুনো মিমি ও তাঁর শখ: মেকআপ আর ক্যামেরার আলোর আড়ালে থাকা মিমি যে মাটির মানুষ, তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেই বোঝা যায়। কখনও নিজের চারপেয়ে সন্তানদের (পোষ্য কুকুর) সঙ্গে খুনসুটি, আবার কখনও নিজের বাগানের পরিচর্যায় ব্যস্ত থাকেন তিনি। তবে সম্প্রতি এক পডকাস্টে মিমি খোলসা করেছেন তাঁর এই ঘরোয়া স্বভাবের কথা। তিনি জানান, বাড়ির চার দেওয়ালের মধ্যে তিনি কেবলই একজন সাধারণ মেয়ে। রান্নাবান্না থেকে শুরু করে বাগান পরিষ্কার— সবটাই নিজে হাতে করতে ভালোবাসেন তিনি।

বাসন মাজার সেই স্মৃতি: মিমি জানান, ছোটবেলা থেকেই বাসন মাজার প্রতি তাঁর এক অদ্ভুত টান ছিল। বর্তমানে বাসন মাজার অত্যাধুনিক লিকুইড সোপ পাওয়া গেলেও, ছোটবেলায় তিনি নারকোলের ছোবা দিয়ে বাসন পরিষ্কার করতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন। এই কাজের জন্য বহুবার মায়ের কাছে বকাও শুনতে হয়েছে তাঁকে। মিমি হাসতে হাসতে বলেন, “মা রেগেমেগে বলত, তোর এই স্বভাবের জন্য তোকে সারাজীবন বাসনই মাজতে হবে!” মায়ের সেই ভবিষ্যদ্বাণী এখনকার ব্যস্ত জীবনে মিমির কাছে এক মজার স্মৃতি।

নিজের শর্তে জীবন: মিমি চক্রবর্তী বরাবরই নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন। তথাকথিত ‘তারকা সুলভ’ গাম্ভীর্য সরিয়ে রেখে ছোটখাটো সাধারণ কাজের মধ্যেই তিনি মানসিক প্রশান্তি খুঁজে পান। বর্তমানে তাঁর নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নিয়ে চর্চা তুঙ্গে। তারই মাঝে অভিনেত্রীর এই ঘরোয়া রূপ দেখে ভক্তরা বলছেন, “সব্যসাচী না হয়েও সব কাজই তো পারেন মিমি!” মিমির এই সরল স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে।