আনন্দপুরে মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে মৃত একাধিক, ভেতরে ছিল পাম তেলের ‘বিস্ফোরক’ মজুত

প্রজাতন্ত্র দিবসের বিকেলে শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুর থানা এলাকায় একটি নামী মোমো প্রস্তুতকারক সংস্থার গুদাম ও কারখানায় বিধ্বংসী আগুন লেগে প্রাণ হারালেন বেশ কয়েকজন কর্মী। সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কারখানার ভেতর থেকে একাধিক ঝলসে যাওয়া দেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গুদামে প্রচুর পরিমাণে পাম তেল মজুত করা ছিল। মোমো তৈরির জন্য ব্যবহৃত এই দাহ্য তেলের সংস্পর্শে আসতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিধ্বংসী রূপ নেয়। মোমো কারখানার ঠিক পাশেই ছিল একটি ডেকোরেটরস সংস্থার গোডাউন। সেখানে থরে থরে সাজানো কাঠের টেবিল, লোহার সরঞ্জাম এবং প্লাস্টিকের ক্যান থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকে ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসুর দেখা না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। উদ্ধারকাজ চলাকালীন কারখানার ভেতর থেকে একের পর এক মৃতদেহ বের করে আনতে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিজনেরা। পাম তেলের ড্রামগুলি ফেটে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে পার্শ্ববর্তী ঘরবাড়িগুলোও ঝুঁকির মুখে পড়ে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন লড়াই চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।