সেলুলয়েডের রূপকথার দেশে দেশভক্তি! রামোজি ফিল্ম সিটিতে উদযাপিত ৭৭তম প্রজাতন্ত্র দিবস

বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র নগরী হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে অত্যন্ত মর্যাদার সঙ্গে উদযাপিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমের জোয়ারে ভেসে ওঠে গোটা ফিল্ম সিটি চত্বর। এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিজয়েশ্বরী।

অনুষ্ঠানের শুরুতে এমডি বিজয়েশ্বরী জাতীয় পতাকা উত্তোলন করেন। তেরঙা উত্তোলনের পর তিনি রামোজি ফিল্ম সিটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছ থেকে সুশৃঙ্খল ‘গার্ড অফ অনার’ গ্রহণ করেন। উপস্থিত সকল কর্মী ও কর্মকর্তাদের প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। এই অনুষ্ঠানে রামোজি রাও-এর নাতি সিএইচ পূর্ণ সুজয়ও উপস্থিত ছিলেন। এছাড়া আরএফসি (RFC), ইনাডু, ইটিভি, ইটিভি ভারত এবং ডলফিন হোটেলের বিভিন্ন বিভাগের প্রধান ও বিপুল সংখ্যক কর্মী এই উৎসবে সামিল হন।

উল্লেখ্য, রামোজি ফিল্ম সিটির পাশাপাশি সোমবার গোটা তেলেঙ্গানা রাজ্য জুড়েই ৭৭তম প্রজাতন্ত্র দিবস মহাসমারোহে পালিত হয়েছে। সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মূল অনুষ্ঠানে রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে তেরঙা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। তবে রামোজি ফিল্ম সিটির জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও উদযাপন ছিল নজরকাড়া।