দিল্লির আকাশে রাফালের গর্জন! ফাঁস হয়ে গেল পাকিস্তানের সাজানো ভুয়ো গল্প

দিল্লির কর্তব্যপথের আকাশে সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবসের উদযাপনে ভারতীয় বায়ুসেনার চোখ ধাঁধানো রণকৌশল দেখল বিশ্ব। কিন্তু এই উৎসবের মাঝেই উন্মোচিত হলো এক বড় সত্য, যা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের এক বছরের পুরনো দাবিকে ধুলোয় মিশিয়ে দিল। গত বছর ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান গর্ব করে দাবি করেছিল যে, তারা ভারতীয় বায়ুসেনার বিএস-০২২ (BS-022) নম্বরের একটি রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে। সোমবারের ফ্লাই-পাস্টে সেই একই নম্বরের রাফালকে আকাশ কাঁপিয়ে উড়তে দেখে পরিষ্কার হয়ে গেল যে, পাকিস্তানের সেই দাবি ছিল সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন।

শুক্রবার ও সোমবারের কুচকাওয়াজে বায়ুসেনার প্রকাশিত ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, বিএস-০২২ রাফালটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনীর শক্তি প্রদর্শন করছে। গত বছর পাকিস্তানের বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমনকি এও দাবি করা হয়েছিল যে, রাফালের পাশাপাশি ভারতের এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমও তারা ধ্বংস করে দিয়েছে। ভারত তখনই এই প্রচারকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল। এবার প্রজাতন্ত্র দিবসের প্রকাশ্য মঞ্চে সেই রাফালের উপস্থিতিই পাকিস্তানের জন্য সবথেকে বড় চপেটাঘাত হিসেবে প্রমাণিত হলো।

এবারের প্রজাতন্ত্র দিবসে রাফাল ছাড়াও বায়ুসেনার আরও বেশ কিছু শক্তিশালী যুদ্ধবিমান কসরৎ দেখিয়েছে। সু-৩০ এমকেআই (Su-30 MKI), মিগ-২৯ (MiG-29), জাগুয়ার, এবং অ্যাপাচে হেলিকপ্টারের মতো আধুনিক যুদ্ধাস্ত্রগুলি কর্তব্যপথের ওপর দিয়ে বিভিন্ন ফর্মেশনে উড়ে যায়। ফ্লাই-পাস্টে মোট ২৯টি এয়ারক্র্যাফ্ট অংশ নিয়েছিল, যার মধ্যে ১৬টি ছিল পুরোদস্তুর যুদ্ধবিমান। বায়ুসেনার এই প্রদর্শনী কেবল পাকিস্তানের মিথ্যেই ফাঁস করল না, বরং ভারতের আকাশপথের দুর্ভেদ্য শক্তির বার্তাও পৌঁছে দিল সারা বিশ্বের কাছে।