প্রজাতন্ত্র দিবসে স্বস্তি রাজধানীতে, কমছে দূষণের মাত্রা, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

৭৭তম প্রজাতন্ত্র দিবসের সকালে দিল্লির আকাশে সোনালী রোদের দেখা মিলল। কুয়াশার চাদর সরিয়ে রোদ ঝলমলে আকাশ যেমন দিল্লিবাসীকে স্বস্তি দিয়েছে, তেমনই পাল্লা দিয়ে কমেছে বায়ুদূষণের মাত্রাও। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) সোমবার সকালে দিল্লির বায়ুসূচক বা AQI রেকর্ড করেছে ২০৯। তবে আবহাওয়া দপ্তর (IMD) সতর্ক করে জানিয়েছে, বাতাসের মান উন্নত হলেও বিপদ এখনও পুরোপুরি কাটেনি।
রাজধানীর দূষণ পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের মত, বাতাসের মান বর্তমানে ‘মাঝারি’ থেকে ‘খারাপ’ পর্যায়ে থাকলেও এখনই সতর্কতা কমানো উচিত নয়। বিশেষ করে মাস্ক ব্যবহারের অভ্যাস বজায় রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। দিল্লির ৩৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৪টিতেই বাতাসের মান এখনও বেশ উদ্বেগজনক। বিশেষ করে আনন্দ বিহারে দূষণের মাত্রা ৩০০-র আশেপাশে ঘোরাফেরা করছে। চাঁদনি চক এবং নেহরু নগরের মতো জনবহুল এলাকাগুলিতেও বাতাসের বিষ সেভাবে কমেনি।
দূষণের এই ‘খলনায়ক’ হিসেবে দায়ী করা হচ্ছে জানুয়ারির কনকনে ঠান্ডা এবং বাতাসের অত্যন্ত ধীর গতিকে। গতিহীন বাতাসের কারণে দূষিত ধূলিকণাগুলো মাটির কাছাকাছি আটকে থাকছে। তবে আবহাওয়া দপ্তর এক আশার খবর শুনিয়েছে। চলতি সপ্তাহে দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টির হাত ধরেই দিল্লির বাতাস শীঘ্রই বিষমুক্ত হবে বলে মনে করা হচ্ছে।