সরকারি জমি নিয়ে জেডিএ-পুরনিগমের ‘ফুটবল’ খেলা! জয়পুরে প্রশাসনের নাকের ডগায় চলছে মাফিয়াদের দাপট!

রাজস্থানের রাজধানী জয়পুরে সরকারি জমি রক্ষা নিয়ে প্রহসন শুরু হয়েছে। দিল্লি রোডের লাল ডুংরি এলাকায় সরকারি জমি জবরদখল ও অবৈধ নির্মাণ বন্ধ করার পরিবর্তে ফাইল চালাচালিতে মত্ত জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ (JDA) এবং জয়পুর পুরনিগম। দুই দফতরের এই টানাপোড়েনের সুযোগ নিয়ে কোটি কোটি টাকার সরকারি জমি কার্যত গিলে খাচ্ছে ভূমি মাফিয়ারা।

ফাইল যখন ‘ফুটবল’ ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। লাল ডুংরি এলাকায় অবৈধ নির্মাণ রুখতে জেডিএ ফাইল পাঠিয়েছিল পুরনিগমের কাছে। তাদের দাবি ছিল, ওই এলাকাটি পুরনিগমের অধীনে। কিন্তু পুরনিগমের আদর্শ নগর জোনের তদন্তকারী দল জমি পরিদর্শন করে জানিয়ে দেয়, এলাকাটি আসলে জেডিএ-র এক্তিয়ারভুক্ত। ২১ জানুয়ারি ফাইলটি পুনরায় জেডিএ-তে ফেরত পাঠানো হয়। এই দড়ি টানাটানির সুযোগে পুরনিগম তাদের রক্ষীদের সরিয়ে নিতেই সক্রিয় হয়ে ওঠে মাফিয়ারা। শুরু হয় পুরোদমে অবৈধ নির্মাণ।

গজ প্রতি ৪৫ হাজার টাকার খেলা! স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় জমির বাজারদর প্রতি বর্গ গজ ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। আকাশছোঁয়া দামের এই জমি হাতিয়ে নিতেই প্রশাসনিক দীর্ঘসূত্রতাকে কাজে লাগানো হচ্ছে। অভিযোগ উঠেছে, এক শ্রেণীর আধিকারিক এবং প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতেই এই জবরদখল চলছে। প্রায় ছয় মাস ধরে ফাইল ঝুলে থাকলেও রহস্যজনকভাবে নিশ্চুপ প্রশাসন।

জেডিএ-র নীরবতা নিয়ে প্রশ্ন বিগত দিনে জেডিএ বড় বড় উচ্ছেদ অভিযান চালিয়ে শত শত বিঘা জমি উদ্ধার করলেও, লাল ডুংরির ক্ষেত্রে কেন এই নিষ্ক্রিয়তা? মাফিয়াদের ভয়ে নাকি ওপরমহলের চাপে হাত গুটিয়ে রয়েছে জেডিএ টিম— সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে জয়পুরের সাধারণ মানুষের মনে।